মাধবপুরে ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক
নাহিদ মিয়া,মাধবপুর প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুরের নোয়াপাড়া ইউনিয়নের কাশিপুর গ্রামে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩শত পিস ইয়াবা ট্যাবলেটসহ এক নারী কারবারি কে আটক করেছে হবিগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সোমবার ১২ জুন সকাল ৮টায় হবিগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয়ে’র সহকারী পরিচালক সাজেদুল হাসান সার্বিক তত্ত্বাবধানে ও পরিদর্শক কাজী হাবিবুর রহমানের নেতৃত্বে রেইডিং টিম মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়ন কাশিপুর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ এক নারী কারবারি কে আটক করা হয়েছে। আটককৃত নারী হল- মোছাঃ ফারজানা আক্তার (২৮), সৈয়দ আলীর মেয়ে। তিনি আলম মিয়া স্ত্রী। উভয় নোয়াপাড়া ইউনিয়নের কাশিপুর গ্রামের বাসিন্দা। মাধবপুর থানার ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানান,এ বিষয়ে পরিদর্শক কাজী হাবিবুর রহমান বাদী হয়ে মাধবপুর থানায় ০১টি নিয়মিত মামলা দায়ের করেছে। তিনি আরো বলেন,আটককৃত নারী পেশাদার মাদক কারবারি।