নিশোর সঙ্গে ফারিয়ার নাচ, ভিডিও ভাইরাল!
দৈনিকসিলেট ডেস্ক :
নির্মাতা রায়হান রাফির মুক্তিপ্রতীক্ষিত সিনেমা ‘সুড়ঙ্গ’। যেখানে জুটি বেঁধেছেন আফরান নিশো ও তমা মির্জা। এরই মধ্যে প্রকাশ হয়েছে এর টিজার ও পোস্টার। আর আজ সোমবার অন্তর্জালে উন্মুক্ত হলো ‘সুড়ঙ্গ’র আইটেম গান ‘কলিজা আর জান’।
প্রযোজনা প্রতিষ্ঠান চরকির ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হওয়া এই গানের মূল পাত্রী চিত্রনায়িকা নুসরাত ফারিয়া হলেও, চমক দেখালেন নায়ক আফরান নিশো। ফারিয়ার কোমর দোলানোর তালে টিভি পর্দার এই ভার্সেটাইল অভিনেতা যেভাবে নিজেকে উদ্দাম নাচালেন, তা উপভোগ্য বটে। নিশোর বিপরীতে গানজুড়ে ফারিয়ার নাচের মুদ্রা আর শরীরী ভাষাও ছিল দৃষ্টিনন্দন।
গানটি ইউটিউবে প্রকাশের পর এটি নিয়ে চলছে তুমুল আলোচনা। সবাই প্রশংসা করছে নিশোর। বাদ যায়নি ফারিয়ার কথাও। আইটেম গানের তার উপস্থিতিও সবার মন কেড়েছে।
অনেকেই বলছেন, অভিষেক সিনেমাতে আফরান নিশোকে পাওয়া যাবে টিভি পর্দার আদলে। আর নিশো আগেই জানিয়েছিলেন, অভিনয়ের এই অংশেও তার অস্বস্তি সবচেয়ে বেশি।
তবে সোমবার প্রকাশিত গানে তার সেই প্রতিচ্ছবি মেলেনি। যদিও নাচনির্ভর এই গানে নিশোর উপস্থিতি ছিল খুবই কম। তবে পুরো গানটি যে ঈদ বাজার আগাম জমিয়ে দেবে, তাতে সন্দেহ নেই!
‘কলিজা আর জান’ শিরোনামের এই গানটি লিখেছেন রাসেল মাহমুদ। তাতে সুর-সংগীত দিয়েছেন আরাফাত মহসিন আর কণ্ঠে তুলেছেন দিলশাদ নাহার কনা।
এদিকে, চলতি বছরের ফেব্রুয়ারিতে ‘সুড়ঙ্গ’ সিনেমার মহরত হয়। এরপর মার্চে ঢাকার অদূরে সিলেটের সুনামগঞ্জ, চট্টগ্রাম এবং সর্বশেষ ঢাকায় এর শুটিং হয়। শুটিং-সম্পাদনা শেষে এখন চলছে এর রঙ বিন্যাসের কাজ।
নির্মাতা রায়হান রাফী জানান, আগামী ২০ জুনের মধ্যে সিনেমাটি জমা দেবেন ছাড়পত্রের জন্য।
প্রথম সিনেমায় নিশো নানামাত্রিক চরিত্রে ধরা দেবেন আর তার সঙ্গে থাকছেন তমা মির্জা। নাজিম উদ দৌলার গল্প ও চিত্রনাট্যে এটি যৌথভাবে প্রযোজনা করেছে আলফা আই ও চরকি।
ভিডিও দেখতে ক্লিক করুন….https://www.youtube.com/watch?v=BUZ90YB4cWk