ছাতকে আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশ
দৈনিকসিলেট প্রতিবেদক :
সুনামগঞ্জের ছাতকে বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে আওয়ামী লীগ। মঙ্গলবার (১৩ জুন) বিকালে শহরের শেখ রাসেল স্টেডিয়ামে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে শহরে একটি বিক্ষোভ মিছিল বের করেন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
ছাতক ও দোয়ারাবাজার উপজেলা ও ছাতক পৌর আওয়ামী লীগ এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করে। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী শামীম আহমদ চৌধুরী, ছাতক পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরী, ইউপি চেয়ারম্যান শামীমুল ইসলাম শামীম, পীর আব্দুল খালিক রাজা, ছাতক উপজেলা আওয়ামী লীগের আহবায়ক আজমল হোসেন সজল, ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন সাহেল, সাইফুল ইসলাম, আবুল হোসেন, জহিরুল ইসলাম, যুক্তরাজ্য যুবলীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদ আলী, যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা আশিকুল ইসলাম আশিক প্রমুখ।