বেস্টফ্রেন্ডের প্রেমে পড়ে স্বামীকে ডিভোর্স দেন কিরণ!
দৈনিকসিলেট ডেস্ক :
শুরুতে দুজনের পথচলা ছিল বন্ধুত্বের মোড়কে। একসময় একজন আরেকজনের সবচেয়ে ভালো বন্ধু হিসেবে ধরা দেন। দুজন দুজনকে জানতেন একদম কাছ থেকে। এরপর বিবাহিত জীবনে দুজন নিজেদের পছন্দের সঙ্গীকে খুঁজে নেন। এখানেই শেষ নয়, এরপরই গল্পে আসে সিনেমার নাটকীয়তা।
হ্যাঁ বলা হচ্ছে, বলিউডের খ্যাতিমান অভিনয় দম্পতি অনুপম খের ও কিরণ খেরের কথা। বেস্টফ্রেন্ড অনুপমের প্রেমে পড়ে নিজের স্বামীকে ডিভোর্স দেন কিরণ! ছেলেকে কোলে নিয়ে বিয়ের পিঁড়িতে বসেন এই অভিনেত্রী। ইতোমধ্যে দাম্পত্য জীবনের প্রায় চার দশক পার করে ফেলেছেন অনুপম-কিরণ।
স্ত্রীর ৭১তম জন্মদিনে স্মৃতিতে ডুব দিলেন অনুপম খের। জানিয়েছেন তাদের প্রথম সাক্ষাতের কথা। চণ্ডীগড়ের ‘ডিপার্টমেন্ট অব ইন্ডিয়ান থিয়েটার’-এ প্রথমবার সুন্দরী কিরণকে দেখেছিলেন অনুপম খের। কিরণের রূপে মুগ্ধ হলেও তখন প্রেম জাগেনি।
অনুপমের কথায়, ‘তুমি ছিলে পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের তারকা ছাত্রী। দারুণ ব্যাডমিন্টন খেলতে। প্রতিষ্ঠিত থিয়েটার অভিনেত্রী তখনই। লার্জার দ্যান লাইফ, তারপর ৫০ বছর কেটে গেল। তুমি একই রকম রয়েছো।’
বছরখানেক আগে ফার্স্ট পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে কিরণ খের বলেছিলেন, ‘বিশ্ববিদ্যালয়ে আলাপ আমাদের। আমার সম্পর্কে সবটা জানত অনুপম, আমিও ওর ব্যাপারে সব কিছুই জানতাম। এমনকী কোন মেয়েটাকে ও পটানোর প্ল্যান করছে সেটাও। আমরা বেস্টফ্রেন্ড ছিলাম, কোনো আকর্ষণ গড়ে ওঠেনি।’
এরপর মুম্বাই এসে গৌতম বেরিকে বিয়ে করেছিলেন কিরণ। তাদের পুত্র সন্তান সিকান্দার খের। অন্যদিকে মধুমালতীর সঙ্গে সংসার পেতেছিলেন অনুপমও। বিয়ের পরেও দুজনের বন্ধুত্ব টিকেছিল আগে মতোই, একসঙ্গে নাটকেও কাজ করতেন।
কীভাবে এক হলেন দুজন? শোনালেন সে গল্পও। নাদিরা বাব্বরের একটি নাটকের জন্য কলকাতা আসছিলেন অনুপম-কিরণ। তখন বন্ধুকে দেখে বিচলিত মনে হয়েছিল কিরণের।
অভিনেত্রীর কথায়, ‘ঘর ছেড়ে বের হওয়ার সময় ও আমার দিকে ফিরে তাকিয়েছিল। কিছু একটা যেন ঘটে গেল। এরপর ফিরে এসে আমার দরজায় ধাক্কা দিলো আর বলল, আমি তোমার প্রেমে পড়েছি। হঠাৎ করেই একটা পরিবর্তন। বুকের ভিতর আগুন জ্বলে উঠল। আমি ডিভোর্স নিয়ে অনুপমকে বিয়ে করলাম। ওর সেই সময় কিছুই ছিল না।’