আত্ম-কর্মসংস্থানের ৪ লক্ষাধিক টাকার চেক বিতরণ
নুর উদ্দিন সুমন, হবিগঞ্জ :
জেলার চুনারুঘাট উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আত্ম-কর্মসংস্থানের জন্য ১৮ জন নারীকে ৪লাখ ৫০ হাজার টাকার ক্ষুদ্র ঋণের চেক বিতরণ করা হয়েছে। (১৩জুন) বিকেলে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদের হলরুম মহিলা বিষয়ক অধিদপ্তরের কার্যালয়ে ক্ষুদ্র ঋণের চেক বিতরণ অনুষ্ঠিত হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রোমানা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আত্ম কর্মসংস্থানের জন্য ক্ষুদ্রঋণ কার্যক্রমের আওতায় চুনারুঘাট উপজেলার ১৮ জন দুস্থ মহিলাদের মাঝে ৪ লক্ষ ৫০ হাজার টাকার ঋণ বিতরন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক । এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফর রহমান মহালদার আবিদা খাতুন, কৃষি অফিসার মাহিদুল ইসলাম, পিআইও প্লাবন পাল, উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা, কর্মচারী ও ঋণগ্রহণকারী দুস্থ অসহায় মহিলাগণ