বিয়ের আসরে যৌতুক দাবি, বরকে গাছে বেঁধে শাস্তি
দৈনিকসিলেট ডেস্ক :
যৌতুক দাবি করায় বরকে গাছে বেঁধে রাখার অভিযোগ উঠেছে এক কনে পরিবারের বিরুদ্ধে। গত মঙ্গলবার ভারতের উত্তর প্রদেশে ঘটেছে এ ঘটনা। খবর ইন্ডিয়া টুডের। প্রতিবেদনে বলা হয়েছে, ওই বরের নাম অমরজিত ভার্মা। বিয়ের অনুষ্ঠানে তার বন্ধুরা হট্টগোল পাকায়, আর এতেই বর ও কনে পক্ষের পরিবারের মধ্যে ঝগড়া বাঁধে।
ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, হট্টগোলের একপর্যায়ে বর কনেপক্ষের কাছে যৌতুক দাবি করে। এরপরে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়। এর পর একপর্যায়ে বরকে গাছে বেঁধে রাখে কনের পরিবার। এই ঘটনার ভিডিও দেশটির সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
ভিডিওতে, বরকে গালাগালি করা হচ্ছে- এমন শব্দ শোনা যাচ্ছে। ওই সময় দুই পরিবারের মধ্যে দফায় দফায় আলোচনা হয় কিন্তু কোনো সমাধান হয়নি। এ সময় কয়েক ঘণ্টা ধরে বর গাছে বাঁধা অবস্থায় ছিলেন।
পরবর্তীতে পুলিশ এসে অমরজিতকে উদ্ধার করে এবং হেফাজতে নিয়ে যায়।