মাছ শিকারে গিয়ে গোখরা সাপের কামড়ে কিশোরের মৃত্যু
হবিগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জের চুনারুঘাটে মাছ শিকারে গিয়ে বিষধর গোখরার সাপের কামড়ে সালাহউদ্দিন (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। নিহত সালাহউদ্দিন উপজেলার রানিগাও ইউনিয়নের কালিকাপুর গ্রামের আব্দুল হান্নানের ছেলে । শনিবার (১৭ জুন) বিকেল সাড়ে ৪টায় এ ঘটনা ঘটে ।
নিহত সালাহউদ্দিনের স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানায়, শনিবার বিকাল সাড়ে ৪টায় সালাউদ্দীন বাড়ির পশ্চিমে একটি জমিতে মাছ শিকার করতে যায় সালাউদ্দিন। এ সময় একটি বিষাক্ত সাপ এসে তার পায়ের উপর কামড় দেয়। এতে সালাউদ্দিন গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিকেল ৫টায় মৃত ঘোষনা করেন।
খবর পেয়ে রাত সাড়ে ৯টায় চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ ওসি রাশেদুল হক ও ইন্সপেক্টর তদন্ত গোলাম মোস্তফা সহ একদল পুলিশ ঘটনার স্থল পরিদর্শন করেন। পরে রাত সাড়ে ১০টায় জায়নাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে সালাউদ্দিনের লাশ দাফন করা হয়।