মাধবপুরে টানা বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতির সম্ভাবনা
নাহিদ মিয়া,মাধবপুর প্রতিনিধি
কয়েক দিনের বৃষ্টিতে মাধবপুরে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সবজি সহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। সরেজমিনে উপজেলার শাহজাহানপুর, আন্দিউড়া, জগদীশপুর ও নোয়াপাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে পাহাড়ি ঢলে ছড়াগুলোর(নদী) আশপাশের শতশত হেক্টর ফসিল জমি পানিতে তলিয়ে গেছে। নবনির্মিত আন্দিউড়া ও শাহজাহানপুর ইউনিয়নের সংযোগ সড়কটিতে পানির স্রোতে ভাঙ্গন দেখা দিয়েছে। স্থানীয় লোকজন জানায়, যেভাবে পানি আসছে তাতে টমেটো, পুইশাক, ডাঁটাশাক, ঝিংগা সহ সব ধরনের সবজির ব্যাপক ক্ষতি হবে। তবে পানি দ্রুত সরে গেলে ধানের তেমন ক্ষতি হবে না। শাহজাহানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: পারভেজ হোসেন চৌধুরী জানান, নোয়াগাঁও, ভান্ডাউড়া, ফরহাদপুর, রতনপুর, শাহজাহানপুর, সুরমা, নোয়াহাটি, উত্তর সুরমা ও নাজিরপুর গ্রামের পশ্চিম দিকের সব জমি পানিতে তলিয়ে গেছে। এতে কৃষকদের সবজির বিশাল ক্ষতি হয়েছে। পানি বেশি সময় আটকে থাকলে ধানেরও ক্ষতি হবে। তবে বাড়িঘরের ক্ষয়ক্ষতির কোন খবর এখনো পাইনি। উপসহকারী কৃষি কর্মকর্তা মোহন লাল নন্দী জানান, পাহাড়ি ঢলের পানি দ্রুত আসে আবার দ্রুত সরে যায় ফলে সবজির কিছু ক্ষতি হলেও ধানের তেমন ক্ষতি হবে না। আমরা মাঠে আছি, পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। এব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা মো: আল মামুন হাসান জানান, নয়াপাড়া, আন্দিউড়া, জগদীশপুর ও শাহজাহানপুর ইউনিয়নের অনেক ফসলের জমি পাহাড়ি ঢলের পানিতে তলিয়ে গেছে। এই মূহুর্তে ক্ষয়ক্ষতির পরিমাণ বলতে পারবো না। আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তাদের ওইসব এলাকায় পাঠানো হয়েছে। তারা ক্ষয়ক্ষতির পরিমাণ পর্যবেক্ষণ করে আমাকে জানাবেন