লন্ডন যুবদল নেতা শিবলী আহমদ বাসায় পুলিশ তল্লাশি
দৈনিকসিলেটডটকম
সিলেট মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক শিবলী আহমদ বাসায় সন্ধ্যায় দিকে পুলিশের তল্লাশি চালানো হয়েছে৷
শনিবার (১৭জুন) সন্ধ্যা ৭ টায় দিকে সিলেট নগরীর রায়নগর সোনারপাড়া এলাকায় এই ঘটনা।
খবর পেয়ে তাৎক্ষণিক ছাত্রদল, যুবদল নেতাকর্মী শিবলী আহমদ বাসায় যান।
সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক (সিলেট বিভাগ) মকসুদ আহমদ বলেন বর্তমান সরকারের অধীনে যেখানে বিএনপি নির্বাচনকে বয়কট করেছে এবং বিএনপি নির্বাচনের মাঠে নেই, সেখানে সিলেট সর্বত্রই বিএনপি, যুবদল, ছাত্রদল সাধারন নেতাকর্মীদের তল্লাশীর নামে পুলিশী হয়রানি ও গ্রেফতার করা হচ্ছে৷ এই হয়রানির ব্যাতিক্রম হননি সিলেট মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক শিবলী আহমদ, বতর্মান লন্ডন যুবদল নেতা।
তিনি প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে দেশে ও বিদেশ সক্রিয় থেকে দলকে একটি সুসংহত অবস্থানে নিয়ে যান।
তিনি আরো বলেন, জাতীয়তাবাদী শক্তিকে নিশ্চিহ্ন করতে সরকার বিএনপি এবং যুবদল এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ওপর জুলুম-নির্যাতন চালাচ্ছে। শিবলী আহমদ বাসায় পুলিশ তল্লাশি করার ঘটনায় এর প্রমাণ। সিলেট যুবদলের পক্ষ থেকে এই ন্যক্কারজনক পুলিশী তল্লাশী ও হয়রানির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই৷