দুই বোনের স্বামী এখন রিয়াল মাদ্রিদের খেলোয়াড়
দৈনিকসিলেট ডেস্ক :
রিয়াল মাদ্রিদের দ্বিতীয় সারির দল কাস্তিয়াতে ২০১০-১১ এবং ২০১১-১২ মৌসুমে খেলেছেলিনে স্প্যানিশ তারকা জোসেলু মাতো। ৩৩ বছর বয়সে এবার আসলেন মূল দলে। এসপানিওল থেকে ধারে আগামী ২০২৩-২৪ মৌসুমে রিয়াল মাদ্রিদে খেলবেন জোসেলু। এর ফলে একটি পারিবারিক বন্ধনেরও দেখা মিলল রিয়াল মাদ্রিদ শিবিরে। জোসেলুর স্ত্রীর যমজ বোনের স্বামী রিয়াল মাদ্রিদের ডিফেন্ডার দানি কারভাজাল।
২০১৬ সালে মেলানিয়ে কানিজারেসকে বিয়ে করেন জোসেলু। লিও এবং লুকাস নামে দুই সন্তানের জন্ম দিয়েছেন তারা। সামাজিক যোগাযোগমাধ্যমে মেলানিয়ের বেশ পরিচিতি থাকলেও নিজেকে এই দুই সন্তানের মা হিসেবে পরিচয় দিতেই স্বাচ্ছ্যন্দবোধ করেন তিনি।
ডাফনি নামে যমজ বোন আছে মেলানিয়ের। গত বছর ডাফনিকে বিয়ে করেন কারভাজাল। সান্তিয়াগো বার্নাব্যুতে তাই দেখা মিলবে দুই ভায়রার। খবর জনপ্রিয় স্প্যানিশ গণমাধ্যম এএস স্পোর্টসের।
গত বছর এক সাক্ষাৎকারে ডাফনি বলেছিলেন, ‘দানি (কারভাজাল) আমার বোনের স্বামীর সঙ্গে মাদ্রিদের দ্বিতীয় সারির দল কাস্তিয়ায় খেলেছে। তারা সবসময়ই সম্পর্ক বজায় রেখে আসছে। এমনকি যখন আমার ভাগ্নেরে জন্ম হয় তখন দানি দেখতে গিয়েছিল। তখন আমরা একে অপরকে দেখেছি, শুভেচ্ছা বিনিময় করেছি… যতক্ষণ পর্যন্ত না কথোপকথন শুরু হয়।’