আনোয়ারুজ্জামান চৌধুরীর সমর্থনে মহিলা আওয়ামীলীগের প্রচার মিছিল
দৈনিকসিলেটডটকম
আওয়ামীলীগের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য সৈয়দা জেবুন্নেছা হক বলেছেন, নৌকা হচ্ছে স্বাধীনতার প্রতীক। এই সিলেটকে দীর্ঘ মেয়াদী পরিকল্পনার মাধ্যমে সমৃদ্ধ গ্রীন ও স্মার্ট সিলেট গড়তে আওয়ামীলীগ মনোনীত শেখ হাসিনার প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীকে ২১শে জুন নৌকায় ভোট দানের আহবান জানান। সিলেট জেলা ও মহানগর মহিলা আওয়ামীলীগ আয়োজিত প্রচার মিছিল পরবর্তী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
১৯ জুন সোমবার বিকালে নগরীর জেলা পরিষদ প্রাঙ্গন থেকে আওয়ামীলীগের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য সৈয়দা জেবুন্নেছা হক এর নেতৃত্বে আওয়ামীলীগ মনোনীত শেখ হাসিনার প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর সমর্থনে প্রচার মিছিল বের করে। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। মহিলা আওয়ামীলীগ সিলেট মহানগর এর সাধারন সম্পাদক আসমা কামরানের সভাপতিত্বে ও সম্মানিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন পররাষ্ট্রমন্ত্রীর সহধর্মিনী সেলিনা মোমেন, আনোয়ারুজ্জামান চৌধুরীর সহধর্মিনী হলি চৌধুরী , সিলেট জেলা আওয়ামীলীগের সহ সভাপতি নাজনীন হোসেন, মহিলা আওয়ামীলীগের কেন্দ্রীয় সহ সভাপতি সালমা বাসিত। সিলেট জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট সালমা সুলতানার পরিচালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, এ জেড রওশন জেবিন রোবা, হেলেন আহমদ, আঞ্জুমান আরা, ডাক্তার নাজরা চৌধুরী, সাজেদা পারভীন, রোকেয়া চৌধুরী,সাবিনা আলাউর, নুরুন নাহার, মাধূরী গুন, খোদেজা ইসলাম রুনা,সুষমা সুলতানা রুহি, সাহিদা তালুকদার, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি যুক্তরাজ্য প্রবাসী আমিনা আলী,সাবেক ছাত্রলীগ নেতা যুক্তরাজ্য প্রবাসী রাজিয়া সুলতানা, নাজমা বেগম চৌধুরী, ফাতেমা জান্নাত, রোকসানা পারভীন, হেনা বেগম, নিলু বেগম, লাকি আক্তার লিজা, রাছনা বেগম, আনোয়ারা বেগম,রাজিয়া সুলতানা, জেসমিন আক্তার নিলু,রোটারিয়ান রেবেকা জাহান, শেখ ফরিদা ইয়াসমিন হ্যাপি প্রমূখ।