সুনামগঞ্জের ডিসি, এসপি, মেয়রসহ ১৪ জনকে আইনি নোটিস
দৈনিকসিলেট ডটকম :
হাইকোর্টের নির্দেশনা অমান্য করে সুনামগঞ্জ পৌরসভার আওতাধীন তেঘরিয়া খাল, বড়পাড়াখাল, কামারখাল, বলাইকালী খাল এবং নলুয়াখালী খালসহ ৫টি খালের প্রকৃত প্রবাহ পুনরুদ্ধার ও সংরক্ষণ না করে এবং খাল দখল করে পৌরসভা কর্তৃক ড্রেন নির্মাণ করায় জেলা প্রশাসক শাহ দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, পুলিশ সুপার মো. এহসান শাহ ও সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখতসহ ১৪ জনকে আদালত অবমাননার নোটিস পাঠিয়েছে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)।
মঙ্গলবার (২০ জুন) বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)র আইনজীবী এস হাসানুল বান্না স্বাক্ষরিত এই নোটিস বলা হয়, সুনামগঞ্জ জেলার সদরের পৌরশহর এলাকার উপর দিয়ে প্রবাহিত তেঘরিয়া খাল, বড়পাড়াখাল, কামারখাল, বলাইকালী খাল এবং নলুয়াখালী খাল নামক ৫টি খালের প্রকৃত প্রবাহ পুনর দ্ধার ও সংরক্ষণ করার জন্য বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) একটি রিট মামলা হাইকোর্টে (নং-১০৮১/২০২৩) দায়ের করে। মামলার প্রাথমিক শুনানি শেষে গেল ১২ ফেব্রুয়ারি ওই ৫টি খালের প্রকৃত প্রবাহ অনুযায়ী সীমানা নির্ধারণের নির্দেশ দেন মহামান্য আদালত। একইসাথে ৫টি খালে বিদ্যমান দখলদারদের পূর্ণ তালিকা প্রস্তুতপূর্বক তা উচ্ছেদ করতে প্রশাসন জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ প্রদান করেন আদালত।
নির্দেশ বাস্তবায়নে আগামী ছয় মাসের মধ্যে আদালতে প্রতিবেদন প্রদানেরও নির্দেশ দিলেও মহামান্য আদালতের নির্দেশনা অনুযায়ী এখন পর্যন্ত ৫টি খালের কোনো খালই পুনরুদ্ধারে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি।
নোটিসে আরও বলা হয়, এছাড়া আদালতের নির্দেশ অমান্য করে তেঘরিয়া খাল, বড়পাড়া খালের উপর পৌরসভা কর্তৃক ড্রেন নির্মাণ করা হচ্ছে যা আদালতের আদেশের স্পষ্ট লঙ্ঘন ও আদালত অবমাননার শামিল।যার ফলে মহামান্য হাইকোর্টের নির্দেশ অনুযায়ী সুনামগঞ্জ জেলার সদর উপজেলাস্থ সুনামগঞ্জ শহর এলাকার উপর দিয়ে প্রবাহিত তেঘরিয়া খাল, বড়পাড়াখাল, কামারখাল, বলাইকালী খাল এবং নলুয়াখালী খালের প্রকৃত প্রবাহ অনুযায়ী সীমানা নির্ধারণের এবং খালসমূহে বিদ্যমান দখলদারদের পূর্ণ তালিকা প্রস্তুতপূর্বক তা উচ্ছেদ করতে প্রয়োজনীয় ও যথাযথ ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়ে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) আদালতের আদেশ বাস্তবায়নের জন্য একটি নোটিস প্রদান করছে। একইসাথে তেঘরিয়া খাল, বড়পাড়া খালের উপর পৌরসভা কর্তৃক ড্রেন নির্মাণ বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানায় তারা।
আইনজীবী এস হাসানুল বান্না বলেন, সুনামগঞ্জের গুরুত্বপূর্ণ ওই ৫ খাল পুনরুদ্ধার ও সংরক্ষণ করতে হাইকোর্টের নির্দেশনা থাকলেও দায়িত্বরত কেউ সেটি মানছেন না বা পালন করছেন না, এর মধ্যে পৌরসভা খাল পুনরুদ্ধারে সহযোগিতা না করে নিজেই ড্রেন নির্মাণ করে যাচ্ছে সেটিও আদালত অবমাননার সামিল তাই আমরা ডিসি, এসপি, মেয়র, ইউএনওসহ ১৪ জনকে আইনি নোটিস প্রেরণ করেছি এবং গৃহীত পদক্ষেপ আগামী ২ জুলাই সকাল ১০ টার মধ্যে অবহিত করার অনুরোধ করেছি। অন্যথায় বিবাদীদের আদালতের আদেশ অবমাননার অভিযোগে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও জানিয়েছি।