সিউলে বিটিএস’র ১০ বছর পূর্তি অনুষ্ঠানে ৪ লাখ ভক্তের সমাবেশ
দৈনিকসিলেটডেস্ক
বিশ্বের অন্যতম জনপ্রিয় কে-পপ ব্যান্ড বিটিএসের ১০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আনুমানিক প্রায় ৪ লাখ ভক্ত দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে জমায়েত হয়।
ব্যান্ডের ৭ সদস্যের মধ্যে ২ জন বাধ্যতামূলক সামরিক সেবায় নিয়োজিত থাকায় বিটিএসের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রয়েছে। তবে তা সত্ত্বেও আর্মি নামে পরিচিত ব্যান্ডটির অনুগত ভক্ত সম্প্রদায় এ সপ্তাহে বেশ কয়েকটি অনুষ্ঠানের আয়োজন থেকে বিরত থাকেনি।
শনিবার সোলের হান রিভার পার্কে আয়োজিত “বিটিএস টেনথ অ্যানিভার্সারি ফিয়েস্তা” নামে অনুষ্ঠানে হাজারো মানুষ বিটিএস সংক্রান্ত বিভিন্ন দর্শনীয় বস্তু ঘুরে ঘুরে দেখেন, যার মধ্যে ছিল বিটিএস হিস্টোরি ওয়াল, মঞ্চে সঙ্গীত পরিবেশনের সময় তারা যেসব পোশাক পরেছেন, সেগুলোর প্রদর্শনী এবং বিভিন্ন স্মারক ভাস্কর্য। এর অনেকগুলোই ব্যান্ডটির স্বকীয়তা প্রকাশক পার্পল রঙে রাঙানো ছিল।KSRM
ভক্তরা বিটিএসের হিট গানের সুরে গাছের ছায়ার নিচে নেচেছেন এবং তাদের প্রিয় ব্যান্ডের সদস্যদের নিয়ে আলোচনায় অন্যান্য ভক্তদের সঙ্গে মেতেছেন।
এ অনুষ্ঠানে পরবর্তীতে বিটিএস ব্যান্ডের নেতা আরএম ভক্তদের বার্তা পড়ে শোনান, গান ও নাচ পরিবেশন করেন এবং ব্যান্ডের সদস্য জাং কুক ও ভি’র ফোনকল রিসিভ করেন।
ভক্তদের উদ্দেশে আরএম বলেন, “সময় অনেক দ্রুত বয়ে যায়। সব কিছুই বদলে গেছে, এবং আমি নিজেও অনেক বদলে গেছি। আমি জানিনা ১৫তম ও ২০তম বার্ষিকীতে আমার অনুভূতি কেমন হবে, তবে তোমাদের জন্য আমার ভালোবাসা কখনো বদলাবে না।”
অনুষ্ঠানের শেষে হান নদীতে আতশবাজি পোড়ানো হয়। অনুষ্ঠানের আয়োজক, স্থানীয় পুলিশ ও দমকল কর্তৃপক্ষের হিসাব মতে, স্থানীয় সময় রাত ৯টা নাগাদ এই অনুষ্ঠানে প্রায় ৪ লাখ মানুষ যোগ দিয়েছেন। দক্ষিণ কোরিয়ার সংবাদ মাধ্যম ইয়নহাপ এ তথ্য জানায়।
৩০ বছর বয়সী কিম হাই-ওন ২০১৮ সাল থেকে বিটিএসের ভক্ত। তিনি বলেন, “গত ১০ বছর ধরে আমাদেরকে অসামান্য সঙ্গীত ও পরিবেশনা উপহার দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।”
সূত্র: ভয়েস অব আমেরিকা