আব্দুর রহমান জামিলের মায়ের মৃত্যুতে আনোয়ারুজ্জামান’র শোক
দৈনিকসিলেটডটকম
সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান জামিলের মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আনোয়ারুজ্জামান চৌধুরী।
আজ মঙ্গলবার (২০জুন) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি মরহুমার আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের আন্তরিক সমবেদনা জানান।
বিজ্ঞপ্তিতে সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, মমতাময়ী এই মায়ের মৃত্যুতে আমি শোকাহত। আল্লাহ তাঁর কবরের জীবন শান্তির করুন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য ধরার তৌফিক দিন।
উল্লেখ,মঙ্গলবার (২০ জুন ২০২৩ইং) বেলা ১টায় নগরীর মাউন্ট এডোরা হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। মৃত্যুকালে তিনি পরিবার-পরিজন ও অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন