সিলেটে ভোটের দিনে ‘আম কুড়াতে’ দাদা বাড়িতে আরিফ
দৈনিকসিলেট ডটকম :
দলীয় নির্দেশনা মেনে নিয়ে এবার প্রার্থী হননি বিএনপি নেতা ও সিলেট সিটি করপোরেশনের (সিসিক) বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী। তাই কাউকে ভোটও দেননি তিনি। বুধবার (২১ জুন) ভোটের দিন দাদা বাড়ি মৌলভীবাজারে ‘আম কুড়াতে’ গেছেন বলে জানিয়েছেন মেয়র আরিফ।
দুপুরে মোবাইল ফোনে সিটি মেয়র বলেন, এই প্রহসনের নির্বাচন বিএনপি বর্জন করেছে। এমন নির্বাচনে আমি ভোট দিতে যাওয়ার প্রশ্নই ওঠে না।
আরিফ বলেন, আমি এখন মৌলভীবাজারে আছি। দাদার বাড়ি আম কুড়াতে এসেছি।
বিএনপির জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মেয়র আরিফ বলেন, আমি আগেই বলেছি, আমার দল নির্বাচনে যাবে না। গত ২০ মে সমাবেশ করে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছি। এই নির্বাচন নিয়ে আমার কোন আগ্রহ নেই।
বিএনপি নেতাকর্মীদের উদ্দেশে মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, আপনারা প্রহসনের নির্বাচনে অংশ নেবেন না।
নির্বাচনী প্রচারকালে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী ও জাতীয় পার্টির মেয়র প্রার্থী নজরুল ইসলাম বাবুল মেয়র আরিফের বাসায় গিয়ে তার সাথে বৈঠক করেন।
এনিয়ে নগরে গুঞ্জন থাকলেও তিনি কাউকে সমর্থন দেননি জানিয়ে আরিফ বলেন, কাউকে সমর্থন দেওয়ার প্রশ্নই ওঠে না।