সিলেটে ইভিএমে ভোট দিয়ে খুশি তরুণরা
নিজস্ব প্রতিবেদক :
কোনো বিশৃঙ্খলা ছাড়া সিলেট সিটি কর্পোরেশনে নির্বাচন উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে। সিটির বিভিন্ন কেন্দ্রগুলোতে নারী-পুরুষ ভোটাদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। ভোট শুরুর আগেই দীর্ঘলাইনে অপেক্ষা করতে দেখা যায় তাদের।কেন্দ্রে প্রবেশে তাদের সহযোগিতা করতে গেছে পুলিশ ও আনসার বাহিনীর সদস্যদের। তবে ভোটাদের বাড়তি আনন্দ দিয়েছে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতি।
বুধবার (২১ জুন) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্তন চলবে। নগরীর ৪২টি ওয়ার্ডে এ ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল থেকে পুরাতন ভোটারদের সঙ্গে ভোট দিচ্ছেন নবীনরাও। জীবনের প্রথম ভোট ইভিএমে দিতে পেরে খুশি তরুণ ভোটাররা।
ভোটাররা বলছেন, এবার ইভিএমের মাধ্যমে ভোট অনুষ্ঠিত হচ্ছে। তাই জাল ভোট হওয়ার কোনো সম্ভাবনা নেই। আমি ইভিএম মেশিনে বাটন চাপার সঙ্গে সঙ্গে আমার ছবি স্ক্রিনে চলে এসেছে।
বুধবার সিলেট নগরীতে সকাল ৮টায় উপশহরে তেররতন উমাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট প্রয়োগ শেষে এ সব মন্তব্য করেন ভোটাররা। ভোট দিয়ে উল্লাস প্রকাশ করছেন তরুণ ভোটারা।
ভোট দিয়ে এসে আনোয়ারা বেগম বলেন, আমার প্রথম ভোট ইভিএমএ দিব বলে অনেক এক্সাইটেড ছিলাম। ভাল ভাবে ভোট দিতে পেরেছি। যদি সারাদিন মেশিন সচল থাকে তাহলে মনে হচ্ছে ভোটের জন্য ইভিএমএ পদ্ধতি ভাল।
নগরীর ৯নং ওয়ার্ড এলাকার বাসিন্দা আজিজুল ইসলাম হিরন বলেন, ব্যালটে জাতীয় নির্বাচনে ভোট দিয়েছেন। তবে এবার ইভিএমে প্রথম ভোট দিয়ে অন্যরকম অনুভূতি তার।
ভোটার আব্দুল মোতালেব খান বলেন, ইভিএম পদ্ধতি খুবই সহজ। কম সময়ে ভোট দেওয়া যায়। সবচেয়ে বড় কথা এ পদ্ধতিতে জাল ভোট দেওয়ার সম্ভাবনা নেই। আমার ভোট দেওয়ার সময় আমার ছবি স্ক্রিনে দেখা গেছে। এ থেকে আমি বলতে পারি, আমার ভোটটি সঠিক হয়েছে।
এ কেন্দ্রে ভোটপ্রয়োগ শেষে আমজাদ হোসেন মরণ নামে এক ভোটার বলেন, আমি শতভাগ বিশ্বাসী, আমার পছন্দের প্রার্থীকে আমি ভোট দিয়েছি, কারণ আমি ভোট দেওয়ার সময় আমার ছবি দেখতে স্ক্রিনে দেখতে পেয়েছি। আমি সত্যি খুবই আনন্দিত যে, আমি সহজ পদ্ধতিতে ভোট প্রয়োগ করেছি।