সিটি নির্বাচন: সিলেটে ইভিএমে ভোটগ্রহণে ধীরগতি
দৈনিকসিলেট ডটকম :
সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ইভিএমে ধীর গতিতে ভোটগ্রহণ হচ্ছে। এতে দীর্ঘক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে থেকে বিরক্তি প্রকাশ করেছেন ভোটাররা।ভোটগ্রহণে মন্থর গতির কথা স্বীকার করে নির্বাচনী কর্মকর্তারা বলছেন, ভোটাররা ইভিএমে অভ্যস্ত না হওয়ায় ভোটগ্রহণে দেরি হচ্ছে।
সিলেট সরকারি কলেজের ছাত্রী পারমিতা দেব প্রিমা জীবনের প্রথম ভোট দিতে সকাল ১০টায় নগরীর ৩২ নম্বর ওয়ার্ডের দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে হাজির হন। তবে কেন্দ্রের ৭ নম্বর বুথের সামনে আড়াই ঘণ্টা লাইনে দাঁড়িয়েও তারা ভোট দিতে পারেননি।
বিরক্তি প্রকাশ করে পারমিতা দেব প্রিমা বলেন, প্রথম ভোট বলে চার বান্ধবী এক সঙ্গে এসেছি। কিন্তু লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে বিরক্ত লাগছে। চারঘন্টায়ও লাইন খুব একটা এগোয়নি।
এই কেন্দ্রের বিভিন্ন বুথের সামনে নারীদের দীর্ঘ লাইন দেখা গেছে।
দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আলা উদ্দিন বলেন, একজনের ভোট দিতে ১০ মিনিট লাগে। মেশিনে সমস্যা নেই। ভোটারদের ইভিএম পদ্ধতি বুঝতে সময় লাগছে।
তিনি জানান, কেন্দ্রে মোট ২৯৪০ ভেটার। দুপুর ১২টা পর্যন্ত ৬৮৬ কাস্টিং হয়েছে।
একই রকমের তথ্য জানিয়ে নগরের শাহপরান এলাকার কৃষ্ণ গোবিন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার সুচয়ন দাশ বলেন, ইভিএমে ভোটাররা অভ্যস্ত না। তাই দেরি হচ্ছে। বিশেষত বয়স্ক একেকজনের ভোটপ্রদানে ১০ মিনিট পর্যন্ত সময় লাগছে। এতে আমরাও বিরক্ত।
বেলা ১টায় তিনি বলেন, এখানে ২৪৪৫ ভোটারের মধ্যে ৮০০ ভোট গ্রহণ হয়েছে। বেলা ১ টা পর্যন্ত সিলেটে গড়ে ২০ শতাংশ ভোট পড়েছে বলে জানা গেছে।