সিসিক নির্বাচনে এবার ভোটারের উপস্থিতি কম
দৈনিকসিলেটডটকম
এবারের সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন একেবারে উত্তাপহীন। প্রধান বিরোধীদল বিএনপি নির্বাচনে অংশ না নেয়ায় ভোটারদের আগ্রহ একেবারেই কম। আবহাওয়া ভাল থাকার পরও বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা যায় নির্বাচনী কর্মকর্তারা অলস সময় পার করছেন। সুবিদ বাজার পিটিআই স্কুলের একটি কক্ষে ৬ ঘন্টায় মাত্র ৮৪ টি ভোট কাস্ট হয়েছে। অন্যান্য কেন্দ্রগুলোতে ও ভোট প্রদানের হার শতকরা ৪০% এর নিচে হবে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে দুপুর ১টা পর্যন্ত ৫ ঘন্টায় ২০ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছে সিলেট আঞ্চলিক নির্বাচন অফিসের গণমাধ্যম শাখা।
তবে সিলেট সিটি করপোরেশন নির্বাচনে নব গঠিত ওয়ার্ডসমুহে ভোটারে উপস্থিতি ছিলো লক্ষনীয়।
এইসব কেন্দ্রে ভোটের আমেজ বিরাজ করছে এবং বেলা ২টা পর্যন্ত ভোট প্রদানের হার শতকরা ৫০% এর কাছাকাছি ।
সকাল ৮টা থেকে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম)-এর মাধ্যমে ভোটগ্রহণ শুরু হয়।
দেখা গেছে, সংখ্যায় কম হলেও সকাল ৭টা থেকেই লাইনে দাঁড়িয়েছিলেন ভোটাররা। ইভিএম-এ ভোট দেওয়া নিয়ে এক ধরণের কৌতুহল কাজ করছে তরুণ ভোটারদের মধ্যে।