৯ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচিত হলেন কামরান,৩০ নম্বরে রকিব খান
দৈনিকসিলেটডটকম
সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদে নির্বাচিত হয়েছেন মোঃ মখলিছুর রহমান কামরান।ঘুড়ি প্রতীক নিয়ে এবার তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।
এ নিয়ে টানা পঞ্চমবারের তিনি কাউন্সিলর হিসেবে নির্বাচিত হলেন।
৩০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হয়েছেন মো. রকিব খান।
টিফিন ক্যারিয়ার প্রতীকে তিনি পেয়েছেন মোট ৯৫২ ভোট।
এই ওয়ার্ডে মোট ১৯ জন কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
উল্লেখ্য, সিলেট সিটি করপোরেশনের নির্বাচনের ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। বুধবার (২১ জুন) সকাল ৮টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়া সিলেটে চলে ভোটগ্রহণ।