বিয়ের দাবিতে ওসির বাড়িতে অনশনরত প্রেমিকাকে মারধর!
দৈনিকসিলেট ডেস্ক :
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার নওগাঁ ইউনিয়নে পুলিশ কর্মকর্তার বাড়িতে বিয়ের দাবিতে অনশন বসা নারীকে মারধরের অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (২২ জুন) তাড়াশ থানার ওসি শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। বুধবার (২১ জুন) সকাল থেকে বিয়ের দাবিতে অনশন করলে সন্ধ্যায় তাকে মারধরের অভিযোগ ওঠে সেলিম রেজার পরিবারের সদস্যসহ তার স্ত্রী ইয়াসমিন পপির বিরুদ্ধে।
অভিযুক্ত ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা চৌধুরী (৪৯)।
খোঁজ নিয়ে জানা গেছে, বুধবার সন্ধ্যার দিকে ওই নারীকে বেধড়ক মারধরের কারণে অসুস্থ হয়ে পড়ে। এ সময় তাকে উদ্ধার করে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে পুলিশ।
অনশনকারী নারী জানান, সেলিম চাঁপাইনবাবগঞ্জে কর্মরত থাকাকালীন সময়ে বিয়ের প্রলোভনে প্রায় দুই বছর যাবত প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে সেলিম বিয়ের আশ্বাস দিলেও পরে বিয়ে করেননি। পরে আমাকে না জানিয়ে চট্টগ্রাম রেঞ্জে বদলি হয়ে যায়। এ ছাড়াও আমার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়। পরে আমি বিষয়টি নিয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে অভিযোগ করি। এরই জের ধরে বুধবার সকাল থেকে সিরাজগঞ্জর তাড়াশে তার বাড়িতে এসে অনশন শুরু করি।
ওই নারী দাবি করে আরও জানান, বিভিন্ন সময়ে হোটেলে নিয়েও তাকে ধর্ষণ করে সেলিম। সেজন্য তিনি তার গ্রামের বাড়িতে বিয়ের দাবিতে অনশন করতে এসেছিল। কিন্তু বুধবার সন্ধ্যায় সেলিম রেজার স্ত্রী ইয়াসমিন পপি ও তার পরিবারের লোকজন তাকে মারধর করে। পরে তাড়াশ থানার ওসি তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন। এ ঘটনায় থানায় মামলা করবেন তিনি।
এ বিষয়ে জানতে সেলিমের স্ত্রী ইয়াসমিন পপির মোবাইল ফোনে কল করা হলে তিনি সাংবাদিক পরিচয় পেয়ে ফোন কেটে দেন।
ওসি শহিদুল ইসলাম জানান, বুধবার সন্ধ্যায় অনশনে থাকা ওই নারীকে মারধর করায় অসুস্থ হয়ে পড়েছিল। পরে তাকে আমরা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছি। বর্তমানে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তিনি।