সাংবাদিক মহসিন কবিরের মায়ের মৃত্যুতে জামালগঞ্জ প্রেসক্লাবের শোক
মো. বায়েজীদ বিন ওয়াহিদ, জামালগঞ্জ প্রতিনিধি :
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক সাংবাদিক মহসিন কবির ও জামালগঞ্জ উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক মো. জহিরুল হক তালুকদারের মা মোছাঃ আরিফা খাতুন ( ৮৬) বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় বার্ধক্যজনিত কারনে নিজ বাসভবনে ইন্তেকাল করেন। মোছাঃ আরিফা খাতুন উপজেলার নয়াহালট গ্রামের বড়বাড়ির বিশিষ্ট সমাজসেবক ও দানবীর মরহুম আঃ হান্নান তালুকদারের স্ত্রী।
তাঁর মৃত্যুতে জামালগঞ্জ প্রেসক্লাব শোক প্রকাশ করেন। এদিকে জামালগঞ্জ উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে শোক প্রকাশ করেছেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোহাম্মদ আলী ও সাধারণ সম্পাদক এম নবী হোসেন।
মৃত্যুকালে তিনি ৫ ছেলে ও ৭ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন গুণগ্রাহী রেখে যান। আজ বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় নিজ গ্রামের মাঠে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।