সৌদিতে হজে গিয়ে আরও দুই বাংলাদেশির মৃত্যু
খলিল চৌধুরী, সৌদি আরব থেকে :
সৌদি আরবের মক্কায় হজ পালন করতে এসে আবদুল কুদ্দুস ও আবদুল আজিজ নামে আরও ২ বাংলাদেশির মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে।
জানা যায়, হৃদরোগে আক্রান্ত হয়ে মক্কা নগরীর একটি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে মক্কার বাংলাদেশ হজ মিশন।
মো. আব্দুল কুদ্দুস খান যশোর জেলার বন্দবিলার বাসিন্দা ও আব্দুল আজিজ টাঙ্গাইল জেলার ধনবাড়ির এলাকার বাসিন্দা।
এ বছর হজ পালন করতে গিয়ে এ পর্যন্ত মক্কায় ১৯ ও মদিনায় চারজনসহ মোট ২৩ বাংলাদেশির মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ২০ জন পুরুষ ও তিনজন নারী।
আজ ২০ জুন সকাল পর্যন্ত এক লাখ এক হাজার ৬০০ হজযাত্রী বাংলাদেশ থেকে সৌদি আরবে পৌঁছেছেন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৯ হাজার ৭৯৮ এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৯১ হাজার ৮০২ জন সৌদি আরবে গিয়েছেন। এ বছর আগামী ২৭ জুন হজ অনুষ্ঠিত হবে।