সিলেটে বিশ্ব সংগীত দিবস উদ্যাপন
দৈনিকসিলেটডটকম
বিশ্ব সংগীত দিবস উদযাপন উপলক্ষ্যে জেলা শিল্পকলা একাডেমি সিলেট এবং বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদ সিলেটের উদ্যোগে আজ ২২ জুন বৃহস্পতিবার বিকাল ৫টায় একাডেমি মিলনায়তনে মঙ্গল প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে উৎসবের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সিলেট জেলা প্রশাসক মোঃ মজিবর রহমান। জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশ গুপ্ত-এর সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদ সিলেট বিভাগের আহ্বায়ক বিপ্রদাস ভট্টাচার্য। মাঙ্গলিক উদ্বোধনকালে মঞ্চে উপস্থিত ছিলেন বিশিষ্ট সংগীতশিল্পী হিমাংশু বিশ্বাস, পূর্ণিমা দত্ত রায়, নৃপেন্দ্র দাশ, অরুণ কান্তি তালুকদার, সুমনা আজিজ, প্রতীক এন্দ প্রমুখ। আবৃত্তিশিল্পী রোহেনা সুলতানার উপস্থাপনায় সংগীত উৎসবে দলীয় সংগীত পরিবেশন করেন জেলা শিল্পকলা একাডেমি সংগীত শিশু ও সাধারণ বিভাগ; ললিতকলা একাডেমি; জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ; নবারূন শিল্পী গোষ্ঠী; বঙ্গবন্ধু সাংস্কৃতিক ফোরাম ও অনির্বাণ শিল্পী সংগঠন। একক পরিবেশনায় ছিলেন বিশিষ্ট সংগীতশিল্পী হিমাংশু বিশ্বাস, বাউল আমির আলী, সুমনা আজিজ, পৃথা সাহা, দ্বীপান্বিতা দাশ পূজা ও নাবিহা আহমেদ।