সিলেট জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বৃক্ষরোপ কর্মসূচী পালন
দৈনিকসিলেটডটকম
২৪ আনসার ব্যাটালিয়নের পরিচালক ও সিলেট রেঞ্জের ভারপ্রাপ্ত কমান্ড মো. মেহেদি হাসান বিএএম, পিএএমএস বলেছেন, বৃক্ষ মানুষের পরম বন্ধু। বৃক্ষ নানাভাবে মানুষের উপকার করে। বৃক্ষের উপকারিতা বলে শেষ করা যাবে না। অথচ মানুষের সচেতনতার অভাবে নির্বিচারে চলছে বৃক্ষনিধন। ফলে জীবনধারণের নিয়ামক অক্সিজেনের সরবরাহ হ্রাস পাচ্ছে। জীবনের জন্য, জীবিকার জন্য বৃক্ষের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। বৃক্ষ মূলত পরিবেশ, আবহাওয়া ও জলবায়ুর ভারসাম্য বজায় রাখে। গাছপালা নিয়মিত বৃষ্টিপাতে সাহায্য করে। প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে আমাদের রক্ষা করে। পৃথিবীকে বসবাসের উপযোগী করতে বনাঞ্চল সৃষ্টি ও বন সম্প্রসারণের বিকল্প নেই।
তিনি বৃহস্পতিবার (২২ জুন) দুপুর ১২টায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সিলেট জেলা কার্যালয়ে বৃক্ষরোপন কর্মসূচী পালনকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। এর পূর্বে একটি বর্ণাঢ্য র্যালী মদিনা মার্কেট প্রদক্ষিণ শেষে জেলা কার্যালয়ে সমাপ্ত হয়। পরে সিলেট রেঞ্জের সকল আনসার ও ভিডিপি এর সদস্যদের মধ্যে বিভিন্ন জাতের প্রায় ১১’শ বৃক্ষ তুলে দেওয়া হয়।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সিলেট জেলা কমান্ড্যান্ট আলী রেজা রাব্বী এর সভাপতিত্বে ও সহকারি কমান্ড্যান্ট তানিয়া আক্তারের সঞ্চালনায় বৃক্ষরোপন কর্মসূচী অনুষ্ঠানের অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সিলেট জেলার সার্কেল এ্যাডজুটেন্ট এএসএম এনামুল হক, সদর উপজেলা কর্মকর্তা মো. রাশেল গাজী পিভিএম, ফেঞ্চুগঞ্জ উপজেলা কর্মকর্তা মো. মাহমুদুল হক কোরেশী, সিলেট জেলা মনিটরিং মো. রাসেল, শামসুল আলম, সিলেট রেঞ্জ সমন্বয়ক মো. শফিকুল ইসলাম প্রমুখ। এছাড়াও বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সিলেট জেলার অন্যান্য কর্মকর্তা, কর্মচারী সহ সদস্যবৃন্দরাও উপস্থিত ছিলেন।
উল্লেখ্য গত ০৫ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব পরিবেশ দিবস ও জাতীয় বৃক্ষরোপণ অভিযান এবং বৃক্ষমেলা ২০২৩ উদ্বোধন করেছেন। তারই ধারাবাহিকতায় মহাপরিচালক বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরে বৃক্ষরোপণ অভিযান ২০২৩ উদ্বোধন করেন। সে প্রেক্ষিতে বাংলদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কর্তৃক দেশব্যাপী বৃক্ষরোপণ অভিযান-২০২৩ আয়োজনের পরিকল্পনা গ্রহণ করা হয়। সে আলোকে সিলেট জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ২২ জুন বৃহস্পতিবার দুপুর ১২ টায় অনুষ্ঠিত বৃক্ষরোপন কর্মসুচি ২০২৩ পালন করে।