আব্দুর রউফ-নুরজাহান ফাউন্ডেশনের বই ও অর্থসহায়তা
দৈনিকসিলেটডটকম
সিলেটের গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের আছিরগঞ্জ গণপাঠাগারে বই ও নগদ অর্থ সহায়তা প্রদান করেছে আব্দুর রউফ-নুরজাহান ফাউন্ডেশন।
সম্প্রতি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা গোলাপগঞ্জের বাদেপাশা ইউনিয়নের আমকোনার যুক্তরাষ্ট্র প্রবাসী সমাজসেবক ও শিক্ষানুরাগী আব্দুল বাসিত পাঠাগারের ব্যয় নির্বাহ ও বই কেনার জন্য নগদ টাকা পাঠান।
বৃহস্পতিবার (২২জুন) বই কিনেছেন পাঠাগারের সভাপতি, কবি ও সাহিত্যিক আতাউর রহমান আফতাব, কার্যনির্বাহী কমিটির সদস্য, সিলেট জেলা প্রেসক্লাবের তথ্যপ্রযুক্তি সম্পাদক এনামুল কবীর ও পাঠাগারের যুগ্ম সাধারণ সম্পাদক আবু সালেহ ইউসুফ।
উল্লেখ্য, আব্দুর রউফ-নুরজাহান ফাউন্ডেশন থেকে ইতিপূর্বে আছিরগঞ্জ দিশারী প্রি-ক্যাডেট স্কুলে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য একটি মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আরও নানা সেবামূলক কাজ চলছে।