চলাচলের রাস্তা বন্ধ, অবরুদ্ধ এক পরিবার
মৌলভীবাজার প্রতিনিধি :
মৌলভীবাজার সদর উপজেলা পূর্ব সাধুহাটি গ্রামে কাছুম আলীর খতিয়ান ভুক্ত রেকর্ডীয় জায়গা ও চলাচলের একমাত্র রাস্তা বন্ধ করে দেওয়ায় গৃহবন্দী হয়ে পড়েছে এক অসহায় পরিবার। রাস্তায় নিজের রেকর্ডীয় জায়গা থাকার পড়েও জোরপূর্বক উক্ত রাস্তার পথ বন্ধ করিয়া দিয়েছে। গত ১৫ জুন ৯টায় উক্ত ভূমির পথ দখল করিয়া রাস্তায় ময়লা, আর্বজনা ফেলিয়া ক্ষতি সাধন করিয়া আসিতেছে। উক্ত জায়গা ৬০ বছর থেকে দখলে ও রাস্তা দিয়ে চলাচল করিয়া আসিতেছেন।
রাস্তা অবরুদ্ধ থাকায় গরু-মহিষ নিয়ে চলাচল করতে পারছেন না বলে অভিযোগ উঠেছে, এবং এই রাস্তা দিয়ে কলেজ ও স্কুলে যাতায়াত করতে পারছেন না বলে জানান অবরুদ্ধ এক পরিবার।
উক্ত বিষয়টি চেয়ারম্যানকে জানানোর পড়ে তিনি সালিশীর মাধ্যমে মিমাংসা করেন, রাস্তাটি খুলে দেওয়ার জন্য বলেন, উক্ত রাস্তাটি খুলে দেননি, নুরুল হক, রাফিয়া বেগম ও সোবহান।