মাধবপুরে আ.লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
নাহিদ মিয়া, মাধবপুর প্রতিনিধি :
হবিগঞ্জের মাধবপুরে নানান আয়োজনের মধ্য দিয়ে শুক্রবার (২৩ জুন) বিকালে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪’তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।মাধবপুর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে শুক্রবার বিকালে সাড়ে ৫টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও কেক কাটা হয়।শেষে বর্ণাঢ্য র্যালী বের করে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়।
এ প্রতিষ্ঠা বার্ষিকীতে উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলা আ. লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আলা উদ্দিন, সাংগঠনিক সম্পাদক বেনু মাধব রায়, আদাঐর ইউনিয়ন আ. লীগের সভাপতি শফিকুল ইসলাম খান,সাংগঠনিক সম্পাদক শ্রীবাশ সরকার,আন্দিউড়া ইউনিয়ন আ,লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, পৌর আ, লীগের সাংগঠনিক সম্পাদক সাব্বির হাসান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবুল কাসেম, উপজেলা সেচ্ছাসেবক লীগের আহবায়ক সুজন রায়,পৌর ওয়ার্ড যুবলীগের সভাপতি মোঃ নাহিদ মিয়া, যুবলীগ কর্মী ত্রিপুরারি দেবনাথ সহ পৌর ছাত্র লীগের নেতা কর্মী ও আওয়ামীলীগ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ।