চুনারুঘাটে সংবাদের জেরে সাংবাদিকের ওপর হামলা
চুনারুঘাট প্রতিনিধি :
হবিগঞ্জের চুনারুঘাটে সাতছড়ি থেকে দিনের বেলা পাচার হওয়ার সময় সেগুন কাঠ আটকের সংবাদ প্রকাশের জের ধরে দৈনিক পর্যবেক্ষণ ও দৈনিকসিলেটে এর চুনারুঘাট প্রতিনিধি আব্দুল জাহির মিয়ার ওপর সাজিদ মিয়া নামে এক ব্যক্তি হামলা চালায়। শুক্রবার সন্ধ্যা অনুমান ৬টায় পেশাগত দায়িত্ব পালনে সাতছড়ি যাওয়ার পথে চন্ডীছড়া এলাকায় এ ঘটনা ঘটে। এসময় সঙ্গে থাকা চুনারুঘাট উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি আব্দুর রাজ্জাক রাজু ফিরাতে গেলে তার উপর চরাও হয় সাজিদ ও তার লোকজন। পরেআহত অবস্থায় সাংবাদিক আব্দুল জাহিরকে উদ্ধার করে চুনারুঘাট সাস্থ্যকমপ্লক্সে ভর্তি করেন।
পরে রাত ১০টায় আব্দুল জাহির মিয়া চুনারুঘাট থানায় অভিযোগ দায়ের করতে থানার দিকে রওয়ানা দিলে থানা কম্পাউন্ড এর ভিতরে রাস্তায় দ্বিতীয়বারের মতো হামলা করে ওই হামলায় আবারো আহত হন সাংবাদিক আব্দুল জাহির।
অভিযোগে তিনি উল্লেখ করেন সাইকেল যোগে সাতছড়ির উদ্দেশ্যে রওয়ানা হইয়া উল্লেখিত ঘটনার তারিখ ও সময়ে আমি আমাদের চুনারুঘাট থানাধীন দেওরগাছ ইউ/পির অন্তর্গত চন্ডিছড়া চা বাগানস্থ চন্ডি মাজার নামক স্থানে জনৈক দীপক এর চা দোকানের সামনে পাকা রাস্তার উপর পৌঁছিলে তথায় পূর্ব হইতে উৎপাতিয়া থাকা উল্লেখিত বিবাদী তাহার সহযোগী অজ্ঞাতনামা আরো ২/৩ জন বিবাদী সহ আমার মোটর সাইকেলের গতিরোধ করে। গাছ চুরি সংবাদ প্রকাশের বিষয় নিয়া আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করিতে থাকে। আমি তখন মোটর সাইকেল হইতে নামিয়া বিবাদীকে গালিগালাজের কারন জিজ্ঞাসা করা মাত্রই ব্লেড বা ছুরি দিয়া আঘাত করিয়া আমার হাতে ও কপালে সহ শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম করে। এক পর্যায়ে উল্লেখিত বিবাদী সহ অজ্ঞাতনামা বিবাদীরা এলোপাতারি কিল,ঘুষি মারিয়া আমার মাথায় মারাত্মক ফুলা জখম সহ শরীরের বিভিন্ন স্থানে লীলাফুলা জখম করে। বিবাদীর মারপিটের ফলে আমি পাকা রাস্তায় পড়িয়া মাথায় গুরুতর চেচাফুলা জখম প্রাপ্ত হই। ঐ সময় উল্লেখিত বিবাদী তার হাতে থাকা ধারালো ছুরি দিয়া মৃত্যুর ভয় দেখাইয়া আমার ডান হাতে থাকা একটি ক্যানন ডিএসএলআর ক্যামেরা, যাহার মূল্য অনুমান ৪০,০০০(চল্লিশ হাজার) টাকা ও আমার পরিহিত প্যান্টের সামনের ডান পকেটে থাকা নগদ ১,১৫০/এক হাজার একশত পঞ্চাশ) টাকা জোর পূর্বক ছিনাইয়া নেয়।
এদিকে চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি মো: জামাল হোসেন লিটল এর সভাপতিত্বে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়।