হ্যারি কেইনকে রিয়ালে যাওয়ার পরামর্শ দিলেন ‘স্পাইডারম্যান’
দৈনিকসিলেটডেস্ক
গত মৌসুম শুরুর আগ দিয়েই টটেনহ্যাম হটস্পার ছাড়তে চেয়েছিলেন হ্যারি কেইন। তবে দলের সেরা তারকাকে কোনোভাবেই হাতছাড়া করতে চায়নি স্পাররা।
এবারও দলবদলে শোনা যাচ্ছে কেইনের নাম। ইংলিশ এই ফরোয়ার্ডকে রিয়াল মাদ্রিদে যাওয়ার পরামর্শ দিলেন ‘স্পাইডারম্যান’খ্যাত অভিনেতা টম হল্যান্ড।
হল্যান্ড সম্পর্কে যারা জানেন, তারা হয়তো অবাকই হবেন। কেননা এ অভিনেতা নিজেই একজন টটেনহ্যাম সমর্থক। তবু হ্যারি কেইনের ভালোর জন্যই কথাগুলো বলেছেন তিনি।
মার্কাকে দেওয়া এক সাক্ষাৎকারে হল্যান্ড বলেন, ‘টটেনহ্যামকে সমর্থন করাটা আমাকে প্রাণবন্ত হওয়া শিখিয়েছে। আমরা কখনোই (গত ১৫ বছরে) কিছু জিতিনি। আমি চাইব তিনি রিয়ালে যাক। বিশ্বের সেরা খেলোয়াড় হয়ে উঠুক, কারণ তিনি এটার যোগ্য। ’
কেইনের সঙ্গে আরেক তারকা সন হিউং মিনকেও টটেনহ্যাম ছাড়তে বললেন হল্যান্ড, ‘আমি তাকেও চলে যেতে বলব। দুজনে একসঙ্গে গিয়ে চ্যাম্পিয়নস লিগ জিতুক। ’
২০১২ সালে ‘দ্য ইম্পোসিবল’ সিনেমা দিয়ে চলচ্চিত্র জগতে অভিষেক হয় হল্যান্ডের। মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সে স্পাইডারম্যান চরিত্রে অভিনয় করে বেশ আলোচিত হন ২৭ বছর বয়সী এই অভিনেতা। স্পাইডারম্যান সিরিজের তিনটি ছবিতে অভিনয় করেছেন তিনি। এছাড়াও একই চরিত্রে তাকে দেখা গেছে ক্যাপ্টেন আমেরিকা: সিভিল ওয়ার, অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার ও অ্যাভেঞ্জার্স: এন্ডগেম সিনেমাতে।