শাবিপ্রবিতে ঈদের ছুটি ১৪ দিনের
শাবিপ্রবি প্রতিনিধি
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ঈদুল আযহা উপলক্ষে ১৪ দিনের ছুটি পাচ্ছে শিক্ষার্থীরা। শনিবার (২৪ জুন) বিকালে বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার (ভারপ্রাপ্ত) মো. ফজলুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ঈদুল আযহা উপলক্ষে ২৫ জুন (রবিবার ) থেকে ৬ জুলাই (বৃহস্পতিবার) পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস-পরীক্ষা ও দাপ্তরিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। ৭ ও ৮ জুলাই সাপ্তাহিক বন্ধ থাকায় ৯ জুলাই থেকে যথারীতি শ্রেণী কার্যক্রম ও দাপ্তরিক কার্যক্রম শুরু হবে। এতে আগামীকাল রবিবার থেকে ৮ জুলাই পর্যন্ত টানা ১৪ দিন বন্ধ থাকছে ক্যাম্পাস।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন