জাফলং ব্লাড ডোনেশন গ্রুপ’র ১ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
গোয়াইনঘাট প্রতিনিধি :
সিলেটের জাফলংয়ে অন্যতম সামাজিক সংগঠন জাফলং ব্লাড ডোনেশন গ্রুপ’র প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত হয়। শনিবার (২৪ জুন) স্থানীয় আমির মিয়া স্কুল এন্ড কলেজে হলরুমে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন করা হয়।
সংগঠনের সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন’র সঞ্চালনায় ও সভাপতি ইসমাইল হোসেন’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য রাখেন ৩নং পূর্ব জাফলং ইউনিয়ন চেয়ারম্যান রফিকুল ইসলাম। তিনি বলেন, একজনের সামান্য এক ব্যাগ রক্ত, অথচ এই এক ব্যাগ রক্তে একটি জীবন রক্ষা হচ্ছে। পৃথিবীতে এর চেয়ে মহৎ কাজ থাকতে পারে না। জাফলং ব্লাড ডোনেশন গ্রুপ’র সদস্যরা সে রকম মহৎ কাজ করে সর্বোচ্চ মানবতার পরিচয় দিচ্ছেন। এই মহৎ কাজের ফল তারা তাদের চলার পথে প্রতি ক্ষেত্রে পাবেন
এসময় উপস্থিত ছিলেন, ৩নং পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান আব্দুল মান্নান, জাফলং পাথর উত্তোলন বহুমূখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক ফুল মিয়া, জাফলং ব্লাড ডোনেশন গ্রুপ’র প্রতিষ্ঠাতা কাওছার আহমেদ জাফলং সেবা ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা, নাদিম মাহমুদ, সভাপতি, আরিফুল ইসলাম আরিফসহ সংগঠনের অন্যান্ন সদস্যগন।