শ্রীমঙ্গল সদর ইউনিয়নে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ৩৩০০ পরিবার
শ্রীমঙ্গল প্রতিনিধি :
মৌলভীবাজারের শ্রীমঙ্গল সদর ইউনিয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার হিসেবে পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে বিনামূল্যে চাল বিতরণ করা হয়েছে।
রবিবার (২৫ জুন) দুপুরে সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. দুদু মিয়ার সভাপতিত্বে চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি, সাবেক চীফ হুইপ, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গীর হোসেন সরদার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, ইউপি সদস্য মো. লিমন মিয়া, দধু মিয়া, মো. শাহজাহান মিয়া, মো. মারুফ মিয়া, মানিক মিয়া, পিয়াস দাশ, শফিকুল ইসলাম লিটন, মহসিন আহমেদ, নুরুল আমিন, মো. নারী ইউপি সদস্য মালেকা বেগম, ফিরোজা বেগম, রিনা বেগম, সচিব দিজেন্দ্র লাল দাশ প্রমুখ।