আইএফআইসি ব্যাংক জৈন্তাপুর উপশাখায় মধুমাস উৎসব পালিত
জৈন্তাপুর প্রতিনিধি
দেশীয় মৌসুমি বিভিন্ন ফল দিয়ে মধুমাস উৎসব পালন করেছে আইএফআইসি ব্যাংক জৈন্তাপুর উপশাখা।
গতকাল (২৫জুন) রবিবার আইএফআইসি ব্যাংকের জৈন্তাপুর উপশাখায় সকাল থেকে বিকাল পর্যন্ত ব্যাংকে আসা বিভিন্ন গ্রাহক ও সেবা গ্রহণকারীর মাঝে মৌসুমি দেশীয় ফল দিয়ে আপ্যায়িত করা হয়।
দেশীয় ফলের মধ্যে রয়েছে আম, জাম, লিচু, কলা কাঁঠাল, লটকন। ব্যাংকের শাখা ব্যবস্থাপক মোঃ সামিউর রহমান জানান, সারা বছর আমরা গ্রাহকদের মাঝে যে সেবা দিয়ে থাকি এবং ব্যাংকের প্রতি মানুষের আস্থা বিশ্বাস ও আন্তরিকতার বহিঃপ্রকাশ ঘটানো। ব্যাংকের সঙ্গে গ্রাহকের সুসম্পর্ক বজায় রাখা। এই মধুমাসে দেশীয় ফল দিয়ে আগত সকল গ্রাহকদের আপ্যায়ন করা হচ্ছে। আশা করি ব্যাংকের সুনাম ও ব্যবসা বৃদ্ধির লক্ষ্যে আন্তরিকতা এবং সুসম্পর্ক টিকিয়ে রাখতে এই উদ্যোগ বিশেষ ভূমিকা রাখবে।
মধুমাস উৎসবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক ও বাউরভাগ উচ্চ বিদ্যায়ের প্রধান শিক্ষক আব্দুল জলিল, জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম, এমবি ডেন্টাল কেয়ারের পরিচালক খাইরুল ইসলাম রিপন, নিহা এন্ড আফরার সত্বাধীকারী আব্দুর রহমান ও ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন