সৌন্দর্য বর্ধনে সুনামগঞ্জের হাওরে ‘ভাসমান জেটি’ স্থাপন
রাজু আহমেদ রমজান, সুনামগঞ্জ:
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় হাওরের সৌন্দর্য বর্ধনে ‘ভাসমান জেটি’ উদ্বোধন করা হয়েছে। হাওরের সৌন্দর্য উপভোগ করতে আসা দেশ-বিদেশের প্রকৃতিপ্রেমিদের জন্য এটি নির্মাণ করা হয়। রবিবার (২৫ জুন) বিকেলে উপজেলা সদরের করচার হাওরপাড়ে নবনির্মিত ‘ভাসমান জেটি’র উদ্বোধন করেন জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী।
এ সময় বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী অফিসার সাদিউর রহীম জাদিদ, উপজেলা আওয়ামীলীগ সভাপতি বেনজির আহমদ মানিক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিল্পী রানী মোদকসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধি এবং আওয়ামীলীগ ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে জেলা প্রশাসক উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, উপজেলা ভূমি অফিস, বিশ্বম্ভরপুর থানা, বিশ্বম্ভরপুর বিজিবি ক্যাম্প অফিস পরিদর্শন করেন। এছাড়াও তিনি বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে পুরস্কার বিতরণ,ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের মধ্যে বাইসাইকেল ও শিক্ষা উপকরণ বিতরণ, পল্লী জীবিকায়ন প্রকল্প ৩ এর প্রশিক্ষণার্থীদের মধ্যে সার্টিফিকেট বিতরণ, পল্লী সঞ্চয় ব্যাংকের ক্ষুদ্র ঋণ প্রদান ও বজ্রপাতে নিহত ব্যক্তির পরিবারের নিকট আর্থিক অনুদান প্রদান কার্যক্রমেরও উদ্বোধন করেন।