ম্যাক এডুকেশন’র উদ্যোগে এডুকেশন এক্সপো ২০২৩
দৈনিকসিলেটডটকম
ম্যাক এডুকেশন এর উদ্যোগে রবিবার (২৫ জুন) এডুকেশন এক্সপো ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠিত এই এক্সপোতে রয়েছে ইউকে, ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, ডেনমার্ক সহ বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয় অন স্পট এডমিশনের সুযোগ-সুবিধা।
এছাড়াও ম্যাক এডুকেশন তাদের এক্সপোতে নিয়ে এসেছে ওয়ার্ক পারমিট কেয়ার ভিসা, ওয়ান্স স্পর্ট কাজ ইস্যু সহ স্বল্প খরচে ইউকে কেয়ার ভিসা ইত্যাদি সুবিধা ইত্যাদি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনলাইনে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনের নব-নির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী।
এসময় তিনি তাদের কাজকে সিলেটের শিক্ষার আলো চড়ানোর জন্য মেক এডুকেশন স্বত্বাধিকারী আলমাস খান-কে সিলেটের মানুষের জন্য এই ধরনের সুযোগ-সুবিধা নিয়ে আসার জন্য বিশেষভাবে ধন্যবাদ জানান।
তিনি ছাত্র-ছাত্রীর একজন সুশিক্ষিত মানুষ হিসাবে গড়ে ওঠে দেশ ও জাতির অগ্রযাত্রায় এগিয়ে আসার জন্য শুভকামনা জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেন্ট্রাল ওমেন্স কলেজ সিলেট এর কবি কালাম আজাদ, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় রেজিস্টার মো. বদরুল ইসলাম, ম্যাক এডুকেশনের সিইও এবং ফাউন্ডার মো. আলমাস খান, ম্যাক এডুকেশন মাল্টা ব্রাঞ্জের পরিচালক মাহবুব আহমেদ খান।
মাওলানা ফখরুল ইসলাম আউশকান্দি হাফিজিয়া দাখিল মাদ্রাসা ও আলমাস খানের সম্মানিত শিক্ষকবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন আবদুর রহমান, হাফিজ গৌছ উদ্দিন, ফরিদ উদ্দিন আতহার, মিছবাহউর রহমান, জাহিদ উদ্দিন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ম্যাক শক্ষিার আন্তর্জাতিক নিয়োগ বিশেষজ্ঞ অ্যালাক্স, মিরকী, ম্যাক এডুকেশনের আইএল্টস প্রশক্ষিক আসিফ আহমদ, জিসান দুয়ান চৌধুরী সহ নিক এডুকেশন থেকে স্টুডেন্ট এবং কেয়ার ভিসাপ্রাপ্ত বিদেশ যাত্রীগণ। বিজ্ঞপ্তি