লায়ন্স ক্লাব অব চিটাগাং অ্যামিয়েব’র এজিএমনতুন প্রেসিডেন্ট জসীম সেক্রেটারি শহীদী
দৈনিকসিলেটডটকম
লায়ন্স ক্লাব অব চিটাগাং অ্যামিয়েবল রোজ গার্ডেনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ত্রিতরঙ্গ নাসিরাবাদ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। ক্লাব প্রেসিডেন্ট লায়ন শাওন পান্থের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথি ছিলেন ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন শেখ শামসুদ্দিন আহমেদ সিদ্দিকী পিএমজেএফ, ফাস্ট ডিস্ট্রিক্ট ভাইস গভর্নর ইলেক্ট লায়ন কোহিনুর কামাল এমজেএফ, ডিস্ট্রিক্ট কেবিনেট সেক্রেটারি লায়ন হাসান মাহমুদ ও রিজিয়ন চেয়ারপারসন লায়ন মির্জা মোহাম্মদ জাহিদ হোসাইন এমজেএফ।
বাৎসরিক প্রতিবেদন পেশ করেন ক্লাব সেক্রেটারি লায়ন এম জসিম উদ্দিন। ধন্যবাদ জ্ঞাপন করেন লায়ন সাবিনা একরাম সিরাজী, আনুগত্যের শপথ পাঠ করেন লায়ন ফারহানা ইসলাম রুহী।
সভায় সর্বসম্মতিক্রমে আগামী ২০২৩-২৪ বছরের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়। নতুন প্রেসিডেন্ট লায়ন এম জসীমউদ্দীন, ভাইস প্রেসিডেন্ট লায়ন আশরাফ উদ্দিন মাহমুদ ও লায়ন বিচিত্রা সেন, সেক্রেটারি লায়ন সায়েফ আহমেদ শহীদী, জয়েন্ট সেক্রেটারি লায়ন সুরাইয়া আক্তার রিমা, ট্রেজারার লায়ন মাসুদা নবী, ক্লাব এডমিন লায়ন সুলতানা নুরজাহান রোজী, ডাইরেক্টর মেম্বারশিপ লায়ন সাবিনা ইকরাম সিরাজী, ক্লাব সার্ভিস ডাইরেক্টর লায়ন নাজমা আক্তার এবং লিও ক্লাব অ্যাডভাইজার লায়ন সুবর্না রহমান।
অতিথির বক্তব্যে গভর্নর শেখ শামসুদ্দিন আহমেদ সিদ্দিকী বলেন এমিয়েবল রোজ গার্ডেন বিগত একটি বছর ধারাবাহিক কাজ করে জেলাকে সমৃদ্ধ করেছে। তিনি ক্লাব প্রেসিডেন্ট শাওন পান্থ ও সদস্যদের অভিনন্দন জানান।
ফাস্ট ভাইস গভর্নর ইলেক্ট কোহিনুর কামাল ও ক্যাবিনেট সেক্রেটারি হাসান মাহমুদ ক্লাব প্রেসিডেন্ট শাওন পান্থের নেতৃত্বের প্রশংসা করেন। সভাপতির বক্তব্যে আশাবাদ ব্যক্ত করে শাওন পান্থ বলেন এই নবনির্বাচিত কমিটি আরো সুন্দরভাবে কার্যক্রম পরিচালনা করবে বলে আমার বিশ্বাস। দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন বিশিষ্ট শিল্পী সুবর্ণা রহমান, সাবিনা ইকরাম সিরাজী,আশরাফ উদ্দিন মাহমুদ ও অ্যামিয়েবল রোজ গার্ডেন লিও ক্লাবের সদস্যরা।