ইসকনের অন্যতম প্রধান অনুষ্ঠান রথযাত্রা উৎসবে পুলিশ কমিশনার
দৈনিকসিলেট ডেস্ক :
সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনার মো. ইলিয়াস শরীফ ইলিয়াছ ইসকন সিলেট পরিদর্শন করেন। সোমবার দুপুর ২টার দিকে রথযাত্রা উৎসবের ৭ম দিনে পুলিশ কমিশনারের সঙ্গে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) মোঃ জোবায়েদুর রহমান, পিপিএম, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাঃ সোহেল রেজা পিপিএম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি এন্ড মিডিয়া) সুদীপ দাস, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর, ক্রাইম) মোঃ সাদেক কাউসার দস্তগীর, অফিসার ইনচার্জ (কোতোয়ালী মডেল থানা) মোঃ আলী মাহমুদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
পরিদর্শনকালে ইসকন সিলেটের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান ইসকন সিলেটের সাধারণ সম্পাদক ভাগবত করুনা দাস ব্রহ্মচারী ও ইসকন সিলেটের যোগাযোগ বিভাগের পরিচালক সিদ্ধ মাধব দাস। পরে মন্দিরের নেতৃবৃন্দের সাথে কথা বলেন এবং রথযাত্রা উৎসবের শুভেচ্ছা বিনিময় করেন। এছাড়াও উল্টো রথযাত্রা সুষ্ঠ ও সুন্দরভাবে উদযাপন করার ক্ষেত্রে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।