মাধবপুরে বাস চাপায় মোটরসাইকেল আরোহী নিহত
নাহিদ মিয়া মাধবপুর প্রতিনিধি :
হবিগঞ্জের মাধবপুরে দ্রুতগামী বাসের নিচে চাপা পড়ে দৌলত মোল্লা (৬০) নামের এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন।সোমবার (২৬ জুন) দুপুর ১২টার দিকে মাধবপুর পৌরসভার সেমকো সিএনজি পাম্পের কাছে এ ঘটনা ঘটে। দৌলত মোল্লা পৌরসভার ৪নং ওয়ার্ডের কৃষ্ণনগর মহল্লার গুনি মোল্লার ছেলে।
পুলিশ জানিয়েছে, দৌলত মোল্লা মোটর সাইকেল চালিয়ে পৌর এলাকার কৃষ্ণনগরে নিজ বাড়িতে ফিরছিলেন। সেমকো পাম্পের কাছে বিপরীত দিক থেকে আসা ইউনাইটেড পরিবহনের রংপুরগামী একটি দ্রুতগামী বাস মোটর সাইকেলটিকে চাপা দিলে দৌলত মোল্লা মাথায় গুরুতর আঘাত পান।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে দৌলত মোল্লাকে ঢাকা নিউরো সায়েন্স হাসপাতালে রেফার করেন। সোমবার বিকেল ৪ টার দিকে তিনি রাস্তায় মারা যান।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাক সত্যতা নিশ্চিত করেন।