হবিগঞ্জে জেলার শুদ্ধাচার পুরষ্কারে শ্রেষ্ঠ চুনারুঘাটের ইউএনও
নুর উদ্দিন সুমন, হবিগঞ্জ :
শুদ্ধাচার পুরস্কার পেলেন জেলার চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সিদ্ধার্থ ভৌমিক। ২০২২- ২০২৩ অর্থ বছরের জন্য জেলা পর্যায়ে তাকে এই পুরস্কার প্রদান করা হয়েছে। হবিগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের শুদ্ধাচার চর্চায় উৎসাহ প্রদানের লক্ষ্যে শুদ্ধাচার পুরস্কার প্রদান নীতিমালা-২০২২মোতাবেক শুদ্ধাচার ২০২২-২০২৩ পুরস্কার প্রদান করা হয়।
এ উপলক্ষে সোমবার (২৬ জুন ) হবিগঞ্জ জেলা প্রশাসন সম্মেলন কক্ষে এর আয়োজন করা হয়। আয়োজকদের সার্বিক দিক বিবেচনায় জেলার ১০টি উপজেলার মধ্যে ঐতিহ্যবাহী চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা এ পুরস্কারের জন্য বিবেচিত হয়। পরে এক অনুষ্ঠানের মাধ্যমে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান । জেলা প্রশাসক কার্যালয় হবিগঞ্জ তথ্যমতে, – স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে রাষ্ট্রিয় প্রতিষ্ঠান ও সমাজে সু-শাসন প্রতিষ্ঠার অভিলক্ষ্যে পেশাগত জ্ঞান, দক্ষতা এবং ই-ফাইলিং সহ শুদ্ধাচার চর্চা বিষয়ক বিভিন্ন সূচকে সন্তোষজনক অর্জনের স্বীকৃতি স্বরুপ তিনি ‘শুদ্ধাচার পুরস্কার ২০২২- ২০২৩“লাভ করেন।
উল্লেখ্য, ২০২১ সালের চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসাবে যোগদান করেন সিদ্ধার্থ ভৌমিক । যোগদানের পর থেকে তিনি সুষ্ঠভাবে অফিস ব্যবস্থাপনা, সরকারের উন্নয়ন কর্মকান্ড সু-নিপুনভাবে ত্বরান্বিত করা, দুর্নীতি ও অনিয়মমুক্ত প্রশাসন ব্যবস্থা বজায় রাখা সহ সামাজিক অবক্ষয়ের কারণ চিন্থিত করে তাৎক্ষনিক তা দুরীকরণে ব্যবস্থা গ্রহণ করার পাশাপাশি নাগরিক সেবা প্রদানে গুরুত্বপুর্ণ ভুমিকা পালন করে আসছেন। শুদ্ধাচার পুরস্কার পাওয়া প্রসঙ্গে জানতে চাইলে ইউএনও সিদ্ধার্থ ভৌমিক বলেন, জেলা প্রশাসক স্যার এর প্রত্যক্ষ তত্ত্বাবধান ও নির্দেশনা মোতাবেক জনগণের মাঝে সরাসরি সেবা পৌঁছে দিতে চেষ্টা করে যাচ্ছি। তিনি আরো বলেন, কর্মক্ষেত্রে উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলার সকল সরকারি কর্মকর্তা, উপজেলা প্রশাসন এবং উপজেলা পরিষদের সকল কর্মকর্তা কর্মচারী , জনপ্রতিনিধিবৃন্দ,রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ,সুশীল সমাজসহ সকলের সহযোগিতা পেয়েছি বলেই এ অর্জন সম্ভব হয়েছে। যেকোন কাজ সমষ্টিগত ভাবে করলে তার ফলাফল ভাল হবেই। আর কাজের স্বীকৃতি পাবার ফলে, কাজের গতি আরো বৃদ্ধি পাবে। এই পুরস্কার তাকে আরো বেশী দায়িত্বশীল হতে সহরযাগীতা করবে বলে তিনি জানান।