কার্ডিফে দারুল ক্বিরাত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
মোজাম্মেল আলী, কার্ডিফ:
ওয়েলসের রাজধানী কার্ডিফের জালালিয়া মসজিদে ‘দারুল ক্বিরাত জালালিয়া মসজিদ শাখা’র আগামী সামার হলিডে’র কার্যক্রম নিয়ে ব্যবস্থাপনা কমিটির বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়।
রবিবার (২৫ জুন) বাদ জোহর দারুল ক্বিরাত জালালিয়া মসজিদ শাখার ভাইস প্রেসিডেন্ট আকিল আহমদের সভাপতিত্বে ও শাখার নাজিম ও জালালিয়া মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল মুক্তাদিরের সঞ্চালনায় অনুষ্ঠিত বৈঠকে আগামী ৩০ জুলাই থেকে ২৮ আগষ্ট পর্যন্ত অনুষ্ঠিতব্য দারুল ক্বিরাতের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।
বিশেষ করে অত্র শাখার লাইফ মেম্বারগনের সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় উপস্থিত ছিলেন আনজুমানে আল ইসলাহ ওয়েলস ডিভিশনের প্রেসিডেন্ট হাফিজ মাওলানা ফারুক আহমদ, কার্ডিফ শাখার প্রেসিডেন্ট ও শাখার ট্রেজারার ক্বারী নুরুল ইসলাম,জালালিয়া মসজিদের সাবেক ভাইস প্রেসিডেন্ট মোঃ শহিদুল ইসলাম, ক্বারী মোহাম্মদ মিনহাজ উদ্দিন, ক্বারী মোহাম্মদ মোজাম্মেল আলী, মোঃ নজরুল ইসলাম, ওয়েলস আল ইসলাহ’র কার্যনির্বাহী সদস্য মোঃ কামরুল ইসলাম, ক্বারি ইমরান আহমদ,ক্বারি আল আমিন আহমদ শিপন,হাফিজ ক্বারি জালাল উদ্দিন সহ প্রমুখ।
ছেলে মেয়েদের বিশুদ্ধ তিলাওয়াত শিক্ষার জন্য আগামী সামার হলিডে’তে দারুল ক্বিরাতে ভর্তি করানোসহ সকল সহযোগিতার জন্য বৈঠক থেকে কার্ডিফ কমিউনিটির সকল অভিভাবকদেরকে আহবান করা হয়।
উল্লেখ্য, কার্ডিফ জালালিয়া মসজিদে দারুল ক্বিরাত ২০১২ সাল থেকে শুরু হয় এবং অনেকে শিক্ষা লাভ করে ক্বারীয়ানা সর্বোচ্চ সনদ লাভ করেন।