দক্ষিণ সুরমায় ড্রেনের ময়লা নিষ্কাশন নিয়ে সংঘর্ষ: নিহত-১
দৈনিকসিলেটডটকম
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজারে ড্রেনের ময়লা নিষ্কাশনকে কেন্দ্র করে মারামারিতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৭ জুন) সকাল ১০টার দিকে মোগলাবাজারের দক্ষিণ নৈখাই (গোয়াসপুর) গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মো. দুলু মিয়া (৪৮) দক্ষিণ নৈখাই (গোয়াসপুর) গ্রামের ছকু মিয়ার ছেলে।
পুলিশ জানায়, দক্ষিণ নৈখাই (গোয়াসপুর) গ্রামের কাদির মিয়া ও আল-আমিনের সঙ্গে প্রতিবেশী সজ্জাদ মিয়ার পরিবারের মধ্যে একটি ড্রেনের ময়লা নিষ্কাশন নিয়ে গত কয়েক দিন ধরে বিরোধ চলে আসছে। এরই জের ধরে মঙ্গলবার সকাল ১০টার দিকে দুই পরিবারের সদস্যদের মধ্যে মারামারি শুরু হলে কাদির মিয়া ও আল আমিনদের মারধরে দুলু মিয়া গুরুতর আহত হন। পরে দক্ষিণ সুরমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মোগলাবাজার থানার ওসি এস.এম মাইন উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ময়না তদন্তের জন্য লাশটি বর্তমানে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। এ বিষয়ে এখনো থানায় কোনো মামলা হয়নি এবং কাউকে আটক করা হয়নি।