কানাইঘাটে বঙ্গবন্ধু প্রবাসী কল্যাণ পরিষদের খাদ্য সামগ্রী বিতরণ
কানাইঘাট প্রতিনিধি :
বঙ্গবন্ধু প্রবাসী কল্যাণ পরিষদ কানাইঘাট লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের উদ্যোগে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টায় সুরইঘাট উচ্চ বিদ্যালয় হল রুমে শিক্ষক বশিরুল হকের পরিচালনায় ও বঙ্গবন্ধু প্রবাসী কল্যাণ পরিষদের উপদেষ্টা শহীদুল ইসলাম লায়েকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সাবেক চেয়ারম্যান ফারুক আহমদ চৌধুরী। প্রধান বক্তার বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক ইউপি সদস্য আলিম উদ্দিন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সদস্য আব্দুল লতিফ,বীর মুক্তিযোদ্ধা শামসুল হক,ইউনিয়ন আওয়ামিলীগের সহসভাপতি তাজ উদ্দিন,কানাইঘাট প্রেসক্লাবের সহসভাপতি শাহীন আহমদ, সাধারণ সম্পাদক মাহবুব রশীদ, যুগ্ম সম্পাদক কয়ছর আহমদ,ইউনিয়ন কৃষক লীগের সভাপতি নুরুল আম্ভিয়া,ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ আব্দুর রহমান, সাধারণ সম্পাদক নজির আহমদ,শিক্ষক মোহাম্মদ আলী প্রমুখ।
এসময় বক্তারা বলেন,প্রবাসীরা দেশের অর্থনৈতিক উন্নয়নের চালিকাশক্তি। তারা দূর প্রবাসে থেকেও এলাকার অসহায় হতদরিদ্র মানুষের কথা ভুলেনি।তাদের জন্য সকলের কাছে দোয়া চান বক্তারা।