সিলেট ল’ কলেজের মেধাবী শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ
দৈনিকসিলেটডটকম
সিলেট ল’ কলেজ ছাত্র কল্যাণ পরিষদের উদ্যোগে প্রতি বছরের ন্যায় গরীব ও ল’ কলেজের মেধাবী শিক্ষার্থী শামীমা বেগম ও মো. আবু তাহের-কে (২০২২-২০২৩) ১ম বর্ষের বই প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২৭ জুন) সিলেট বিকেলে নগরীর জিন্দাবাজারস্থ এলাকায় তার হাতে বিনামূল্যে এই বই তুলে দেওয়া হয়।
বই প্রদানকালে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ আব্দুস সবুর রাসেল, সিসিক নির্বাচনে সদ্য মেয়র প্রার্থী মো. শাহজাহান মিয়া (শাহজাহান মাস্টার), সিলেট ল’ কলেজ ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি জাকারিয়া আহমদ জাকির, পরিবেশ বিষয়ক সম্পাদক আয়েশা মনি, সদস্য ফারহানা জান্নাত, সমাজসেবা বিষয়ক সম্পাদক সুলাইমান আহমদ, দিলোয়ারা বেগম, মুর্শেদ তালুকদার, নজরুল ইসলাম, লিপি বেগম, শুকরিয়া শারমিন, সিতারা বেগম প্রমুখ।