৮ জুলাই সিলটি পাঞ্চায়িত কমিটির মানববন্ধন

দৈনিকসিলেটডটকম
শনিবার (২৫ জুন) তারিখে আমাদের সিলটি পাঞ্চায়িত কমিটির এক জরুরী সাধারণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সর্বসম্মতিক্রমে সিলটি নাগরী ভাষাকে রাষ্ট্রের দ্বিতীয় ভাষা হিসেবে ঘোষণার দাবীতে আগামী ৮ জুলাই শনিবার বিকাল ৩টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এক প্রতিবাদী মানববন্ধন ও সভার আয়োজন করা হবে। উক্ত মানববন্ধনকে সফল সার্থক করার জন্য সিলেট বিভাগের সংশ্লিষ্টদের সহ সর্বস্তরের সকল জনগনকে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন এবং দেশ বিশ্ববাসীকে পবিত্র ঈদুল আযহার ঈদ মোবারক ও ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সাধারণ সম্পাদক এডভোকেট তাজ রীহান জামান।