সিলেটে ঈদে নিরাপত্তায় যে সকল বাহিনী মাঠে থাকবে
দৈনিক সিলেট ডট কম
পবিত্র ঈদুল আযহায় মহানগরসহ সিলেট জেলায় ছোট-বড় ৩ হাজারের অধিক ঈদগাহ-মসজিদে ঈদ জামাত অনুষ্ঠিত হবে। প্রধান জামাত অনুষ্ঠিত হবে সিলেট মহানগরের শাহী ঈদগাহ ময়দানে।
আগামী বৃহস্পতিবার (২৯ জুন) সিলেটসহ সারা দেশে উদযাপিত হবে পবিত্র ঈদুল আযহা।
ঈদকে কেন্দ্র করে আগের দিন থেকে প্রধান জামাতের স্থান শাহী ঈদগাহে সিসি ক্যামেরা স্থাপনসহ সিলেট মহানগরে পুলিশ নেবে সার্বিক নিরাপত্তাব্যবস্থা।
সিলেটে মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার সুদীপ দাস মঙ্গলবার (২৭ জুন) বলেন- কমিশনার স্যারের নির্দেশে ঈদুল আযহায় সিলেটে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ঈদের সময়ে মহানগরে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হবে। আগের দিন সন্ধ্যা থেকে মহানগরের গুরুত্বপূর্ণ সড়ক ও পয়েন্টগুলোতে বসানো হবে চেকপোস্ট। ঈদের দিন যেসব মসজিদ ও ঈদগাহে জামাত অনুষ্ঠিত হবে সেগুলোর সামনে নিরাপত্তা জোরদার করা হবে। প্রয়োজনে ম্যাটাল ডিটেক্টর দিয়ে চেক করা হবে। বিশেষ করে সিলেটে প্রধান জামাতের স্থান শাহী ঈদগাহে স্থাপন করা হবে সিসি ক্যামেরা।
তিনি আরও বলেন- নিরাপত্তা জোরদার করতে ঈদের দিন সাদা পোশাকে পুলিশ সদস্যরা মাঠে থাকবেন। এছাড়া মহানগর পুলিশের গোয়েন্দা পুলিশ (ডিবি), কুইক রেসপন্স টিম (সিআরটি), সাইবার ক্রাইম ইউনিট এবং বোম্ব ডিসপোজাল টিমও মাঠে থাকবে। সর্বোপরি ঈদের দিন বাড়ানো হবে টহল টিম।