প্রতারণার মামলায় সাজাপ্রাপ্ত আসামি ঢাকায় গ্রেফতার
নুর উদ্দিন সুমন, হবিগঞ্জ :
হবিগঞ্জের চুনারুঘাটে প্রতারণার দায়ে করা মামলায় সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে রাজধানীর ঢাকা থেকে গ্রেফতার করেছে চুনারুঘাট থানা পুলিশ । গ্রেপ্তারকৃত আব্দুল হাই (৪৮) উপজেলার পঞ্চাশ এলাকার ইকরাম উদ্দিনের পুত্র।
মঙ্গলবার বিকেলে তাকে অদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে সোমবার দিবাগত রাতে চুনারুঘাট থানার উপ-পরিদর্শক ওমর ফারুক ও সহকারী উপ-পরিদর্শক সুবীর চন্দ্র দেব সহ একদল পুলিশ রাজধানীর উত্তরা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইন্সপেক্টর(তদন্ত) গোলাম মোস্তফা। তিনি জানান, প্রতারণা ও জালিয়াতি মামলার দায়ে ১বছর ৬মাসের সাজাপ্রাপ্ত আসামি আব্দুল হাই। তিনি পরোয়ানাভুক্ত আসামি। দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। এছাড়াও তার বিরুদ্ধে প্রতারণার একাধিক মামলা রয়েছে। মামলার পরে আব্দুল হাই দেশের বিভিন্ন এলাকায় স্থান পরিবর্তন করে পলাতক জীবন যাপন করে আসছিল।