ঈদ-উল-আযহার শুভেচ্ছা জানালেন আরিফুল হক

দৈনিকসিলেটডটকম
নগরবাসীকে পবিত্র ঈদ উল আযহার শুভেচ্ছা, ঈদ মোবারক। মহান রাব্বুল আলামীনের সন্তুষ্টির জন্য আমরা যারা পশু কোরবানি দেবো তাদের সবাই কে লক্ষ্য রাখতে হবে আপনার পশু কোরবানির যাতে কোন ভাবে আমাদের এই প্রিয় নগরীর পরিবেশ কে বিপর্যস্ত, দূষিত না করে। আপনাদের প্রতি আমার বিশেষ অনুরোধ, আপনারা নির্ধারিত স্থানে পশু কোরবানি দিন এবং রাস্তাঘাটে যাতে কোরবানির ময়লা আবর্জনা পড়ে না থাকে সেদিকে লক্ষ্য রাখুন।
প্রিয় সিলেট নগরবাসী, আপনাদের ভালোবাসায়, আপনাদের রায়ে গত দশবছর ধরে আমি সিলেট সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব পালন করছি। এই সময়ে পবিত্র ঈদ উল আযহা সহ সব আনুষ্ঠানিকতায় আমি এবং সিলেট সিটি কর্পোরেশন আপনাদের সেবায় নিয়োজিত ছিলাম। এবারের ঈদেও আমরা আপনাদের পাশে আছি আমার উপর ন্যাস্ত এই পবিত্র দায়িত্ব পালন করার জন্য। ইনশাল্লাহ প্রতি বারের মত সকলের সহযোগীতায় কোরবানী পরবর্তী দ্রুততম সময়ে আমরা-আমাদের শহর কে পরিচ্ছন্ন করে তুলবো।
প্রিয় নগরবাসী, আজকের এই পবিত্র দিনে আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই, সকল প্রতিকূলতার বিরুদ্ধে যেয়ে আমাকে দুই মেয়াদে মেয়র হিসেবে নির্বাচিত করার জন্য। ছাত্র জীবন থেকেই আমি বাংলাদেশের সব চাইতে জনপ্রিয় দল ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দলের’ একজন কর্মী, কিন্তু নির্বাচিত মেয়র হিসেবে এই নগরের সকল নাগরিকের প্রতি আমি সমানভাবে দায়িত্ব পালন করার চেষ্টা করছি। ধনী, গরীব, ধর্ম, বর্ণ, শ্রেনী, পেশা, রাজনীতি নির্বিশেষ সকলের মধ্যে সম্প্রীতির ঐতিহ্য রয়েছে সিলেটের। আমি সিলেটের সন্তান হিসেবে সেই ঐতিহ্যের চর্চা করি।
আমি সিলোটি, আমি আপনাদেরই কারো সন্তান, কারো ভাই, কারো বন্ধু- এটাই আমার সবচেয়ে বড় পরিচয়। মেয়র হবার আগেও উৎসবে, আনন্দে, সমস্যা ও সংকটে আমি সবার সাথে ছিলাম। ইনশাল্লাহ আগামীতেও থাকবো। আমাকে সুখে দুঃখে আপনাদের পাশে থাকার সুযোগটুকু দিলে, সেটাই হবে আমার জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তি।
মানুষ হিসেবে আমরা কেউই ভুল ত্রুটির উর্ধ্বে না। সবাই সবাইকে ক্ষমা করে দিয়ে বুকে জড়িয়ে নেবো- এটাও আজকের পবিত্র দিনের শিক্ষা। দীর্ঘ দায়িত্ব পালনকালে নগরীর স্বার্থে কখনো আমাকে কঠোর হতে হয়েছে , অনিচ্ছাকৃতভাবে কারো কারো বিরাগভাজন হয়েছি, আমার অনেক কাজ, অনেক কথা সাময়িক ভাবে অনেকের বিরুদ্ধে গেছে, শুধু মনে রাখবেন যা করেছি – সব এই নগরের স্বার্থে, সবার ভালোর জন্য। ব্যাক্তিগত ভাবে কারো প্রতি কোন প্রকার বিরুপ ধারনা বা নিজের স্বার্থে নয়।
আমাদের এই পবিত্র নগরীর মানুষ সহনশীল, উদার, নিশ্চয়ই আপনাদের সন্তান হিসেবে আপনারা আমাকে ক্ষমা করবেন।
পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, প্রতিবেশী সবাইকে সাথে নিয়ে উৎসবমুখর পরিবেশে ঈদ উল আযহা পালন করুন। মহান রাব্বুল আল আমীন নিশ্চয় আমাদের ত্যাগকে কবুল করবেন। দেশে ও প্রবাসে থাকা সিলেটের সকল নাগরিকদের আবারো জানাচ্ছি ঈদ উল আজহার শুভেচ্ছা। ঈদ মোবারক।