জৈন্তাপুরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক গোলজার
দৈনিকসিলেটডটকম
জৈন্তাপুর উপজেলার সর্বস্তরের জনগণসহ দেশ ও প্রবাসের সকলকে ঈদের শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়েছেন সম্ভাব্য উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী, বৃহত্তর জৈন্তিয়া কল্যাণ পরিষদের চেয়ারম্যান, জৈন্তাপুরের কৃতি সন্তান সাংবাদিক গোলজার আহমদ হেলাল।
বুধবার পবিত্র ঈদুল আযহা উপলক্ষে এক শুভেচ্ছা বার্তায় তিনি এ অভিনন্দন জানান।
শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল আযহা বিশ্বের মুসলমানদের বড় একটি উৎসব। এ উৎসব আমাদেরকে ত্যাগ ও কুরবানীর শিক্ষা দিয়ে থাকে।তিনি বলেন, শোষণমুক্ত, বৈষম্যহীন ও সুবিচারমুলক কল্যাণময় সমাজ প্রতিষ্ঠাই হোক পবিত্র ঈদুল আযহার অঙ্গীকার। ঈদ আনন্দ শুধু প্রভাবশালী ও বিত্তশালী ব্যক্তিবর্গের মাঝে সীমিত না রেখে নিপীড়িত তৃণমূল সাধারণ জনগোষ্ঠীর মাঝে ছড়িয়ে দিতে তিনি সকলের প্রতি আহবান জানান।