সিলেটে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
দৈনিকসিলেটডটকম
সিলেটে অজ্ঞাত এক যুবকের গামছা পেঁচানো ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৯ জুন) সকাল ৭টার দিকে নগরের কদমতলী বাস টার্মিনাল সংলগ্ন বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তবে ওই যুবকের নাম-পরিচয় পাওয়া যায়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন নগর পুলিশের দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুদ্দোহা (পিপিএম)।
তিনি বলেন, ‘সকালে স্থানীয় সূত্রে খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে প্রেরণ করেছে। প্রাথমিকভাবে ধারণা আত্মহত্যা। তার নাম-ঠিকানা খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ।’