সুনামগঞ্জে ঈদের দিনে স্রোতে ভেসে গেল ভাই, বোন উদ্ধার
দৈনিকসিলেটডেস্ক
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার চামারদানি গ্রামে নদীর স্রোতের টানে নাঈম (১১) নামে এক শিশু ভেসে গিয়ে নিখোঁজ রয়েছে। এ সময় তার সঙ্গে থাকা তার খালাতো বোন নাদিয়াকে (৮) স্থানীয়রা উদ্ধার করেছে।
ঈদের দিন বৃহস্পতিবার দুপুর ১টার দিক উপজেলার চামরদানি গ্রামের বাংলাবাজার সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।
মধ্যনগর থানার এসআই সৈয়দ গোলাম সরোয়ার সন্ধ্যায় এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঈদের দিন নাঈম তার মায়ের সঙ্গে নানা বাড়ি চামারদানি ইউনিয়নের চামারদানি গ্রামে বেড়াতে যান। দুপুরের দিকে খালাতো বোন নাদিয়ার সঙ্গে একই গ্রামে তাদের বাড়িতে বেড়াতে যাওয়ার জন্য বের হয়। এ সময় তারা একটি কালভার্ট সংলগ্ন ভাঙা রাস্তা অতিক্রম করার সময় স্রোতের টানে দুজনই ভেসে যায়। এ সময় নাদিয়া চিৎকার দিলে স্থানীয় লোকজন তাকে গিয়ে উদ্ধার করতে সক্ষম হয়। কিন্তু শিশু নাঈম নিখোঁজ হয়ে যায়।
নিখোঁজ নাঈমের খালু ময়না মিয়া বলেন, দুর্ঘটনার সঙ্গে সঙ্গে নাঈমকে উদ্ধারের জন্য স্থানীয় লোকজন রাত অবধি অভিযান চালিয়ে কোনো সন্ধান পাননি।
তিনি জানান, নিখোঁজ নাঈমের মূল বাড়ি নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার অতিথপুর গ্রামে। সে উক্ত গ্রামের রেহান মিয়ার ছেলে।
মধ্যনগর থানার এসআই সৈয়দ গোলাম সরোয়ার বলেন, নিখোঁজ শিশু নাঈম ও নাদিয়া একটি কালভার্ট অতিক্রম করার সময় দুর্ঘটনার শিকার হয়। ওইখানে কালভার্টের অ্যাপ্রোচটা ভাঙা থাকায় কিছুটা জায়গা পানির ওপর দিয়ে যাতায়াত করতে হয়।
তিনি বলেন, খবর পেয়ে মধ্যনগর থানার পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে স্থানীয় নিয়ে উদ্ধার তৎপরতা চালাচ্ছে। তবে রাত ৮টা পর্যন্ত নিখোঁজ নাঈমের কোনো সন্ধান পাওয়া যায়নি।